চমক ছাড়াই ফতুল্লা থানা বিএনপির কাউন্সিল, নেতৃত্বে টিটু-বারী-রিয়াদ

দীর্ঘ ১৯ বছর পর জমকালো আয়োজনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা বিএনপির দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক এডঃ আব্দুল বারী ভূইয়া ও সাংগঠনিক সম্পাদক হিসেবে রিয়াদ মোহাম্মদ চৌধূরী নির্বাচিত হয়েছে।

আজ মঙ্গলবার(১৩ জুন) সকালে ফতুল্লার পাগলা দেলপাড়াস্থ মীরকুঞ্জ কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।
সকাল নয়টা থেকেই ফতুল্লা থানা বিএনপি’র আওতাধীন ৫ টি ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কাউন্সিল।

সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ( ঢাকা বিভাগীয় ) সাংগঠনিক সম্পাদক এড. আব্দুস সালাম আজাদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ( ঢাকা বিভাগীয়) সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আলহ্বাজ মোঃ গিয়াস উদ্দিন।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহ্বাজ গোলাম ফারুক খোকন।

ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম টিটুর সভাপতিত্বে ও সদস্য সচিব এডঃ আব্দুল বারী ভূইয়ার সঞ্চালয়নায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব, যুগ্ম আহবায়ক লুৎফর রহমান খোকা,যুগ্ম আহবায়ক মোঃ জুয়েল আহম্মেদ।

এ ছাড়া অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম আহবায়ক রিয়াদ মোহাম্মদ চৌধুরী,সদস্য রুহুল আমিন শিকদার,নজরুল ইসলাম মাতবর, ফতুল্লা থানা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান মাসুদ,সদস্য সচিব সালাউদ্দিন রানা,ফতুল্লা থানা স্বেচ্ছা সেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাগর সিদ্দিকী,থানা স্বেচ্ছদ সেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ।

জেলা বিএনপির সভাপতি হতে যাচ্ছেন গিয়াসউদ্দিন, সা.সম্পাদক পদ প্রার্থী রাজিব-খোকন

নারায়ণগঞ্জে জেলা বিএনপির সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন বর্তমান আহবায়ক মুহাম্মদ গিয়াসউদ্দিন।

একই সাথে সাধারণ সম্পাদক পদে নির্বাচনের জন্য মনোনয়ন পত্র কিনেছেন বর্তমান সদস্য সচিব গোলাম ফারুক খোকন ও যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব।

আজ মঙ্গলবার (১৩ জুন) ঘোষিত তফসিল অনুযায়ী বিকেল ৪ টা পর্যন্ত কাউন্সিলের জন্য মনোনয়ন পত্র বিক্রি করা হয়। এসময় সভাপতি প্রার্থী হিসেবে মুহাম্মদ গিয়াসউদ্দিন একাই মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং সাধারণ সম্পাদক হিসেবে দুজন সংগ্রহ করেন। সভাপতি পদে অন্য কোন প্রার্থী না থাকায় এককভাবে সভাপতি হন গিয়াসউদ্দিন।

এর আগে সোমবার (১২ জুন) রাতে তফসিল ঘোষনা করেন রিটার্নিং অফিসার অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।

নির্বাচনী তফসিলে জানানো হয়, মনোনয়ন ফরম বিক্রি হবে ১৩ জুন সকাল ১০টা থেকে বিকাল ৩টা। জমা নেয়া হবে বিকাল ৪টা থেকে রাত ৮টা। মনোনয়ন ফরম যাচাই বাছাই হবে ১৪ জুন বিকাল ৫টায়। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৪ জুন সকাল ১০টা থেকে বিকাল ৩টা।

সম্মেলনের ভোট গ্রহনের তারিখ ১৭ জুন সকাল ১০টা হইতে বিকাল ৪টা পর্যন্ত। ইতোমধ্যে ১ হাজার ১০ জনের চুড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা অ্যাডভোকেট সামসুল আরিফীন।

গোলাম ফারুক খোকন জানান, মনোনয়ন পত্র কিনেছি এবং জমা দিয়েছি। সম্মেলনে সিদ্ধান্ত নেবে কাউন্সিলররা।

মাসুকুল ইসলাম রাজীব জানান, আমি সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছি। সিদ্ধান্ত কাউন্সিলদের তবে আমি আশাবাদী।

প্রায় ১৪ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এ কাউন্সিল। তাই কাউন্সিলকে ঘিরে রয়েছে ব্যাপক উদ্দীপনা। এর মাঝে কাউন্সিলকে সফল করতে গঠন করা হয়েছে ৬ টি উপ কমিটি। কাউন্সিলে ১০১০ জন কাউন্সিলর ভোট দেবেন ও বিভিন্ন ইউনিট ও অঙ্গ সহযোগী সংগঠনের ১৫০০ ডেলিগেট উপস্থিত থাকবেন। কাউন্সিলে আমন্ত্রণ জানানো হবে আওয়ামীলীগ, জাতীয় পার্টি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণীপেশার অন্তত ১শ জন অতিথিকে।

এর আগে ২০০৩ সালে শহরের চাষাঢ়ায় বিএনপির ক্ষমতাকালীন জিয়া হলে দলের কাউন্সিলে ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত অধ্যাপক রেজাউল করিম, সাধারণ সম্পাদক হন বিএনপির বহিষ্কৃত নেতা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার ও সিনিয়র সহ-সভাপতি হন জেলা বিএনপির আহ্বায়ক ও তৎকালীন সংসদ সদস্য গিয়াসউদ্দিন।

সর্বশেষ ২০০৯ সালে শহরের আলী আহমেদ চুনকা পাঠাগারে দলের কাউন্সিল অনুষ্ঠিত হয়। সেখানে তৈমূরকে সভাপতি ও কাজী মনিরুজ্জামানকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করেন কাউন্সিলররা।

না.গঞ্জে মহাসড়কে চাঁদাবাজির সময় পুলিশের হাতে আটক ৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ জনকে আটক করেছে শিমরাইল হাইওয়ে পুলিশ। তাদের দাবি আটককৃতরা চাঁদাবাজ। সোমবার (১২ জুন) বিকেলে মহাসড়কের কাঁচপুর সেতুর পশ্চিম পাশে চট্টগ্রামগামী লেন থেকে গণপরিবহন থেকে চাঁদার টাকা তোলার সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ৩ হাজার ৮৭৮ টাকা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

আটকরা হলেন, মো. দুলাল (৩২), সাদ্দাম হোসেন (২৫), মো. আলামিন (১৮), মো. জামির হোসেন (২২), মো. সাদ্দাম (২১), মো. হাসান (২৫), মো. হাসান (১৮), মো. জসিম (৩২), মো. সেলিম (২৭) ও মো. হাসান (১৮)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই একেএম শরফুদ্দিন বলেন, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত থাকবে।

টিটু-বারীর নেতৃত্বে ফতুল্লা থানা বিএনপির কমিটি ঘোষনা

শহিদুল ইসলাম টিটুকে সভাপতি, এড.বারী ভূইঁয়াকে সাধারণ সম্পাদক এবং রিয়াদ মোঃ চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক করে দুই বছরের জন্য ফতুল্লা থানা বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে।

বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আ: সালাম এই কমিটি ঘোষণা করেন।

বিস্তারিত আসছে…

কোরবানির জন্য যে কয়টা গরু কিনলেন শামীন ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান এবারও কোরবানির জন্য সরাসরি খামার থেকে তিনটি গরু কিনেছেন।

গত রোববার (১১ জুন) বিকেলে শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান গরুগুলো পরিদর্শন করেছেন। এর আগে শনিবার (১০ জুন) সিদ্ধিরগঞ্জ এলাকার আরকে এগ্রো ফার্ম থেকে গরু তিনটি কেনেন শামীম ওসমান। এসময় ফার্মের মালিক রাসিব আহম্মেদ ও কায়সার আহম্মেদ রাজিব উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে আরকে এগ্রো ফার্মের ম্যানেজার আব্দুস সামাদ বলেন, আমাদের সংসদ সদস্য শামীম ওসমান কোরবানির জন্য তিনটি গরু ক্রয় করে গেছেন। ঈদের দুদিন আগে তার বাসায় পৌঁছে দেওয়া হবে এই গরুগুলো।

কত টাকা থাকলে কুরবানি দিতে হবে

কত টাকা থাকলে কুরবানি দিতে হবে
আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের অনন্য মাধ্যম কুরবানি। এটি একটি আর্থিক ও আত্মিক ইবাদত। একনিষ্ঠ নিয়তে নির্ধারিত পরিমাণ সম্পদ বা টাকার মালিকের জন্য কুরবানি করা আবশ্যক। কিন্তু কী পরিমাণ সম্পদ বা টাকা থাকলে কুরবানি করা আবশ্যক?

কুরবানি বছরে একবার দিতে হয়; এ কারণেই অনেকেই জানে না যে, কী পরিমাণ সম্পদ বা টাকা থাকলে কুরবানি করা আবশ্যক। এ না জানার কারণে অনেকের ওপর কুরবানি আবশ্যক হওয়া সত্বেও কুরবানির মতো গু্রুত্বপূর্ণ ইবাদত থেকে বিরত থাকে। কী পরিমাণ টাকা বা সম্পদ থাকলে কুরবানি আবশ্যক; এ সম্পর্কে ইসলামিক স্কলারদের থেকে রয়েছে সুস্পষ্ট দিকনির্দেশনা।

‘পরিবারের খরচ মেটানোর পর যদি জিলহজ মাসের ১০, ১১ ও ১২ তারিখ নির্ধারিত পরিমাণ স্বর্ণ বা রুপা থাকে কিংবা নির্ধারিত পরিমাণ স্বর্ণ বা রুপার বাজার দর অনুযায়ী ৫০ হাজার থেকে ৪ লাখ টাকা থাকে ওই ব্যক্তির জন্য কুরবানি করা আবশ্যক।’

হিজরি বছরের জিলহজ মাসের ১০, ১১ ও ১২ তারিখ কুরবানির পশু জবাই করতে হয়। কুরবানি দেওয়ার জন্য শর্ত হলো এ দিনগুলোতে পরিবারের জীবিকা নির্বাহের খরচ ছাড়া অতিরিক্ত নিসাব (নির্ধারিত) পরিমাণ সম্পদ বা টাকার মালিক হলেই তার ওপর কুরবানি আবশ্যক।

সম্পদ বা টাকার নিসাব
সম্পদের নিসরাব হলো- সাড়ে ৭ তোলা স্বর্ণ বা এর সমমূল্য কিংবা সাড়ে ৫২ তোলা রুপা কিংবা তার সমমূল্যের সম্পদ থাকা। আর কুরবানি আবশ্যক হওয়ার জন্য এ পরিমাণ টাকা বা সম্পদ এক বছর মালিকানাধীন থাকতে হবে এমন কোনো শর্ত প্রযোজ্য নয়।

১. স্বর্ণের নিসাব ও মূল্যের বিবরণ
কেউ যদি স্বর্ণকে নিসাব ধরে তবে তাকে সাড়ে ৭ ভরি/তোলা স্বর্ণের মূল্যের উপর টাকার পরিমাণ হিসাব করতে হবে। যেমন চলতি বছরের জুন মাসের হিসাব অনুযায়ী-

২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম- ৭২ হাজার টাকা হিসাবে সাড়ে ৭ ভরি স্বর্ণের দাম- ৫ লাখ ৪০ হাজার টাকা।
২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম ৬৯ হাজার টাকা হিসাবে সাড়ে ৭ ভরি স্বর্ণের দাম- ৫ লাখ ১৭ হাজার ৫০০ টাকা।
১৮ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরির (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম ৬০ হাজার টাকা হিসাবে সাড়ে ৭ ভরি স্বর্ণের দাম- ৪ লাখ ৫০ হাজার টাকা।
সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম- ৪৯ হাজার ৫০০ টাকা হিসাবে সাড়ে ৭ ভরি স্বর্ণের দাম- ৩ লাখ ৭১ হাজার ২৫০টাকা (স্বর্ণের এ দাম ওঠা নামা করতে পারে। সেক্ষেত্রে বাজার দর হিসাব করে নিসাব নির্ধারণ করতে হবে।)

সুতরাং যারা স্বর্ণের নিসাবে কুরবানি করবেন, তাদের জন্য প্রায় ৪ লাখ টাকা বা সম্পদ জিলহজ মাসের ১০-১২ তারিখ (এ তিন দিন) তাদের মালিকানায় থাকলে তার জন্য কুরবানি দেওয়া আবশ্যক।

২. রুপার নিসাব ও মূল্যের বিবরণ
কেউ যদি রুপাকে নিসাব ধরে তবে তাকে সাড়ে ৫২ ভরি/তোলা রুপার মূল্যের উপর টাকার পরিমাণ হিসাব করতে হবে। যেমন চলতি বছরের জুন মাসের হিসাব অনুযায়ী-

২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য ১ হাজার ৫১৬ টাকা হিসাবে সাড়ে ৫২ তোলা রুপার দাম হয়- ৭৯ হাজার ৫৯০ টাকা।
২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা হিসাবে সাড়ে ৫২ তোলা বা ভরির দাম হয়- ৭৫ হাজার ৩৩৭ টাকা পঞ্চাশ পয়সা।
১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ২২৫ টাকা হিসাবে সাড়ে ৫২ তোলা/ভরির দাম হয়- ৬৪ হাজার ৩১২ টাকা পঞ্চাম পয়সা। এবং
সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৯৩৩ টাকা হিসাবে সাড়ে ৫২ তোলা/ভরির দাম ৪৮ হাজার ৯৮২ টাকা পঞ্চাশ পয়সা।

তাই কারো কাছে যদি সর্বনিম্ন ৫০ হাজার টাকাও থাকে তবে তাকে রুপার নিসাব পরিমাণ অর্থের বিধান অনুযায়ী কুরবানি করতে হবে।

সুতরাং পরিবারের খরচ মেটানোর পর যদি জিলহজ মাসের ১০, ১১ ও ১২ তারিখ নির্ধারিত পরিমাণ স্বর্ণ বা রুপা থাকে কিংবা নির্ধারিত পরিমাণ স্বর্ণ বা রুপার বাজার দর অনুযায়ী ৫০ হাজার থেকে ৪ লাখ টাকা থাকে ওই ব্যক্তির জন্য কুরবানি করা আবশ্যক।

রদ্দুল মুহতার গ্রন্থে এসেছে, ‌সুস্থ মস্তিষ্ক, প্রাপ্তবয়স্ক, মুসলিম নর-নারী ঋণমুক্ত থাকা অবস্থায় প্রয়োজনের অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেই তার ওপর কুরবানি করা ওয়াজিব। এক্ষেত্রে কুরবানি না করলে ওয়াজিব তরকের দায়ে গোনাহগার হবেন।

বাদায়েউস সানাঈ গ্রন্থে এসেছে, ‌‌নাবালেগ; পাগল; যদি নেসাব পরিমাণ সম্পদের মালিকও হয় তাদের ওপর কুরবানি ওয়াজিব নয়। তবে তাদের অভিভাবক নিজ সম্পদ দ্বারা তাদের পক্ষে থেকে কুরবানি করলে তা বিশুদ্ধ হবে।

দুররুল মুখতার গ্রন্থে এসেছে, মুসাফিরের ওপর কুরবানি ওয়াজিব নয়। মুসাফির দ্বারা উদ্দেশ্য হলো যে ব্যক্তি কমপক্ষে ৪৮ মাইল সফরের নিয়তে নিজ এলাকা ত্যাগ করেছে।

বাদায়েউস সানাঈতে এসেছে, কুরবানি ওয়াজিব হওয়ার জন্য কুরবানির ৩ দিনই মুকিম থাকা জরুরি নয়। বরং কেউ যদি এ ৩ দিনের শুরুর দিকে মুসাফির থাকে আর শেষ দিকে মুকিম হয়ে যায় তবে তার নিসাব পরিমাণ সম্পদ থাকলে তার কুরবানি ওয়াজিব হবে। আর কেউ যদি এ ৩ দিনের শুরুতে মুকিম থাকে এবং শেষের দিকে মুসাফির হয়ে যায় তাহলে তার ওপরে কুরবানি ওয়াজিব হবে না।’

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সব নিসাব পরিমাণ সম্পদের মালিকদেরকে যথাযথভাবে কুরবানি আদায় করার মাধ্যমে তার নৈকট্য অর্জনের তাওফিক দান করুন। আমিন।

আড়াইহাজারে ৯ হাজার ৯৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী

নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভার নির্বাচনে ৯ হাজার ৯৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী সুন্দর আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পেয়েছেন চার হাজার ৮৯০ ভোট।

সোমবার (১২ জুন) রাতে আড়াইহাজার পৌরসভার নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রবিউল আলম বেসরকারি এ ফলের তথ্য জানান।

এ ছাড়া জগ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান ৪৮৯০, মোবাইল প্রতীকে মামুন অর রশিদ ২১০৭ ও নারিকেল গাছ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মেহের আলী পেয়েছেন ১৩৩৯ ভোট। ভোট গণনা শেষে সুন্দর আলীকে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা।

ফলাফল ঘোষণার পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিজয়ী প্রার্থী মো. সুন্দর আলী গণমাধ্যমকে বলেন, নির্বাচনে বিজয়ী হয়ে খুব ভালো লাগছে। ভোটারদের প্রতি কৃতজ্ঞ। তাদের জন্য কাজ করে যাবো।

এ ছাড়া তিনটি সংরক্ষিত কাউন্সিলর আসনে ১০ ও নয়টি সাধারণ আসনে ৩৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভার মোট ভোটার সংখ্যা ছিল ২৪ হাজার ৪৬৫। এর আগে, সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ শেষ হয় বিকাল ৪টায়। এবারের ভোট হয়েছে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

ঈদে নারায়ণগঞ্জের যেসব ব্যাংকের শাখায় মিলবে নতুন নোট

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নতুন নোট বিনিময় শুরু করবে কয়েকটি তফসিলি ব্যাংকের শাখা। ১৮ থেকে ২৫ জুন পর্যন্ত নতুন নোট সংগ্রহ করা যাবে। এ সময়ে ঢাকা অঞ্চলের বিভিন্ন তফসিলি ব্যাংকের ৮০টি শাখার মাধ্যমে জনসাধারণ ও গ্রাহকদের মধ্যে নতুন নোট বিনিময় করা হবে।

আজ সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এবার ঈদ উপলক্ষে ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমান পর্যন্ত নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করবে কেন্দ্রীয় ব্যাংক ও বিভিন্ন ব্যাংকের শাখা।

নারায়ণগঞ্জ এর চারটি ব্যাংকের শাখা থেকে পাওয়া যাবে নতুন নোট। শাখা চারটি হল: মার্কেন্টাইল ব্যাংক লি:,নারায়ণগঞ্জ শাখা,এক্সিম ব্যাংক লি:, শিমরাইল শাখা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি:, কাচপুর শাখা, এনআরবিসি ব্যাংক লি:,ভুলতা শাখা, প্রিমিয়ার ব্যাংক লি: নারায়ণগঞ্জ শাখা।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। তবে নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে মূল্যমান-নির্বিশেষে যেকোনো পরিমাণ ধাতব মুদ্রা গ্রহণ করতে পারবেন।
তবে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে নতুন নোট বিনিময় বন্ধ থাকবে

প্রধানমন্ত্রীর সাথে বিশেষ বিমানে সফর সঙ্গী হচ্ছেন শামীম ওসমান

ফাইল ছবি

আগামী ১৪ ও ১৫ জুন অনুষ্ঠেয় দুই দিনব্যাপী ‘ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট: সোশ্যাল জাস্টিস ফর অল’ অনুষ্ঠানে যোগ দিতে সুইজারল্যান্ডের জেনেভায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানসহ হাই অফিসিয়ালদের একটি দল প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হবেন বলে জানা গেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার কূটনৈতিক সফর সঙ্গীরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে মঙ্গলবার (১৩ জুন) সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করবেন বলে জানা গেছে।

স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টায় ফ্লাইটটি জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে। এর আগে বিভিন্ন মন্ত্রনালয়ের মন্ত্রী ও সংসদ সদস্যরা জেনেভাতে গিয়ে পৌছেছেন বলে জানা গেছে।
সাংসদ শামীম ওসমানের ব্যাক্তিগত সহকারি হাফিজুর রহমান মান্নান সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই সফরে আগামী ১৪ জুন ইউএনএইচসিআর প্রধান ফ্লিপো গ্র্যান্ডি হোটেল প্রেসিডেন্ট উইলসনের একটি কক্ষে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন। পরে প্রধানমন্ত্রী প্যালাইস ডি নেশনস-এ সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট অ্যালেন বেরসেটের সাথে সাক্ষাৎ করবেন।

কল-অনের পর বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। এদিন বিকেলে প্রধানমন্ত্রী প্যালাইস ডি নেশনস-এ ‘ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট ২০২৩’-এর প্লেনারিতে ভাষণ দেবেন। সেখানে পৌঁছনোর পর তাকে অভ্যর্থনা জানাবেন এডিজি এবং আইএলওর আঞ্চলিক পরিচালক। এছাড়া গেট থেকে সভাস্থল পর্যন্ত লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার থাকবে।

এছাড়া মাল্টার প্রেসিডেন্ট ড. জর্জ ভেলার সাথেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সন্ধ্যায় প্রধানমন্ত্রী তার সদর দফতরে ডিজি আইএলও কর্তৃক আয়োজিত উচ্চ পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিদের সাথে একটি নৈশভোজে যোগ দেবেন।

১৫ জুন তিনি ডব্লিউইএফ’র অফিসে ডব্লিউইএফ’র এর প্রতিষ্ঠাতা অধ্যাপক ক্লাউস শোয়াবের সাথে একটি বৈঠকের পরে ‘এ টক অ্যাট দ্য ডব্লিউইএফ’-এ যোগ দেবেন। সেখানে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত ‘নিউ ইকোনমি অ্যান্ড সোসাইটি ইন স্মার্ট বাংলাদেশ’- শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। সন্ধ্যায়, ডব্লিউটিও ডিজি ড. ওকোনজো-ইওয়ালা হোটেল প্রেসিডেন্ট উইলসনে তার সাথে সাক্ষাৎ করবেন। এছাড়া সন্ধ্যায় তিনি একটি কমিউনিটি অনুষ্ঠানে যোগ দেবেন।

হাসিনা ১৬ জুন সকাল ১১টায় জেনেভা ত্যাগ করবেন এবং ১৭ জুন ভোরে তিনি ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, ‘দ্য ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট ২০২৩: সোশ্যাল জাস্টিস ফর অল’ হলো সামাজিক ন্যায়বিচারের সমর্থনে বর্ধিত, সমন্বিত ও সুসংগত পদক্ষেপের প্রয়োজনীয়তা মোকাবিলার জন্য বিশ্বনেতাদের আলোচনার জন্য একটি উচ্চ-স্তরের ফোরাম। এটি সামাজিক ন্যায়বিচারের জন্য একটি গ্লোবাল কোয়ালিশন গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা ও অবহিত করার সুযোগ দিবে। আন্তর্জাতিক শ্রম অফিসের ৩৪৭তম অধিবেশনে গভর্নিং বডি যেটি গঠন করে।

ফ্রান্সের প্রাক্তন রাষ্ট্রপতি ফ্রাঁসোয়া ওলাঁদ, পানামার প্রাক্তন রাষ্ট্রপতি জুয়ান কার্লোস ভারেলা এবং ২০১৪ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী কৈলাশ সত্যার্থী এবং বেশ কয়েকজন উচ্চ-পর্যায়ের অতিথি সম্মেলনে বক্তব্য রাখবেন।

দুই দিনের শীর্ষ সম্মেলন আরো টেকসই ও ন্যায়সঙ্গত বিশ্ব তৈরিতে সামাজিক ন্যায়বিচারের মূল ভূমিকাকে তুলে ধরবে এবং সামাজিক ন্যায়বিচারকে এগিয়ে নিতে এবং নীতির সুসংগততা নিশ্চিত করার জন্য বর্ধিত এবং যৌথ পদক্ষেপের কৌশল নিয়ে আলোচনা করবে।

এটি অংশগ্রহণকারীদের সামাজিক ন্যায়বিচার সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি এবং অগ্রাধিকারগুলো ভাগ করে নেয়ার জন্য এবং তারা যে পদক্ষেপগুলো গ্রহণ করছে তা প্রদর্শন করার জন্য একটি ফোরাম তৈরি করবে। এছাড়া তারা সামাজিক ন্যায়বিচারকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

আশা করা হচ্ছে যে শীর্ষ সম্মেলনের ফলাফলগুলো বৃহত্তর সামাজিক ন্যায়বিচার অর্জনের জন্য কেন্দ্রীয়তা এবং কৌশলগুলোর অন্যান্য বহুপাক্ষিক ফোরামে আলোচনাকে অবহিত করবে। যেমন ২০২৩ সালে টেকসই উন্নয়ন লক্ষ্য শীর্ষ সম্মেলন জি২০ এবং ব্রিকস দেশগুলোর শীর্ষ সম্মেলন। শীর্ষ ওই সম্মেলনে রাষ্ট্র ও সরকারপ্রধান, জাতিসঙ্ঘমহাসচিব, আইএলও মহাপরিচালক এবং নিয়োগকর্তা ও শ্রমিক সংগঠনের উচ্চ-পর্যায়ের প্রতিনিধিরা ভাষণ দিবেন। তথ্য সূত্র: ইউএনবি

পাওনা টাকার দাবিতে কবর খুঁড়ে লাশ তোলার চেষ্টা

রংপুরের তারাগঞ্জে কবর খুঁড়ে এক নারীর লাশ তোলার চেষ্টা করা হয়েছে। উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের খিয়ারজুম্মা এলাকায় এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে এক নারীকে আটক করেছে।

পুলিশ, নিহত নারীর পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের জুম্মাপাড়া গ্রামের দিনমজুর আব্দুল গফুর অসুস্থ থাকায় স্ত্রী শাহেদা বেগম (৫১) দিনমজুরি করে সংসার চালাতেন। তিনি সরকারের কর্মসৃজন প্রকল্পের শ্রমিক ছিলেন। শাহেদা বেগম ঈদের দুই দিন আগে স্ট্রোক করেন। গত বুধবার তিনি মারা গেলে খিয়ারজুম্মা কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

এদিকে শাহেদার কাছে ১ লাখ ২০ হাজার টাকা পাবেন দাবি করে আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তাঁর বাড়িতে যান একই গ্রামের জোনায়েদ হোসেনের স্ত্রী রাসেনা বেগম। শাহেদার ছেলেমেয়েরা টাকা দিতে রাজি না হওয়ায় শাহেদার কবর খুঁড়তে যান রাসেনা ও তাঁর স্বামী জোনায়েদ হোসেন। কবর খোঁড়া অবস্থায় দেখতে পান একই এলাকার আব্দুল কাইয়ুম ও রেহেনা বেগম। এ দৃশ্য দেখে তাঁরা চিৎকার দিলে রাসেনা বেগম ও তাঁর স্বামী পালিয়ে যান। খবর ছড়িয়ে পড়লে গ্রামের লোকজন কবরস্থানে ছুটে যায়। পরে বেলা দেড়টার দিকে পুলিশ গিয়ে রাসেনাকে আটক করে।

নিহত শাহেদার মেয়ে সাবিনা বেগম অভিযোগ করেন, ‘রাসেনা মায়ের কাছে টাকা পাবেন দাবি করে সকালে আমাদের বাড়ি আসেন। কখনো ৩০ হাজার, কখনো ১ লাখ ২০ হাজার টাকা পান বলে দাবি করেন। আমাদের থাকার জায়গা ছাড়া কোনো সহায় সম্বল নেই। রাসেনা যে টাকা দাবি করছেন তা দেওয়ার সামর্থ্য আমাদের নেই। মা কখনো তাঁর কাছে রাসেনা টাকা পাবেন এমন বলেননি। তাই রাসেনাকে বলি, টাকা পেলে মাফ করে দিতে। কিন্তু তিনি নারাজ হওয়ায় রাগ করে বলি, যার কাছে টাকা পান তাঁর কাছে নেন। এরপর রাসেনা ও তাঁর স্বামী মায়ের কবর খুঁড়তে যান।’

সাবিনা বেগম আরও বলেন, ‘তাঁরা টাকা পাবেন এমন কোনো প্রমাণ নেই। অথচ তাঁরা আমার মায়ের কবর থেকে লাশ বের করতে কোদাল দিয়ে মাটি খুঁড়েছে। এলাকার মানুষেরা কবরস্থানে গিয়ে তা দেখেছে। আমি এর বিচার চাই।’

এ বিষয়ে থানাহাজতে আটক রাসেনা বেগম বলেন, ‘ছয় মাস আগে শাহেদার ছেলে সহিদার রহমানের জামিন করার সময় ১ লাখ ২০ হাজার টাকা নিয়েছেন শাহেদা। আমি ৫০ হাজার টাকা গরু বিক্রি করে আর ৭০ হাজার টাকা ব্র্যাক থেকে ঋণ নিয়ে দিয়েছি। টাকা না দিয়ে এখন আমার নামে তারা বদনাম ছড়াচ্ছে।’

এ বিষয়ে জানতে চাইলে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে সরেজমিন গিয়ে কবরের মাটি সরানো অবস্থায় পেয়েছি। সেখানে শত শত উৎসুক লোকজন জড়ো হয়। রাশেনাকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

চরমোনাই পীর ফয়জুল করীমের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা খেলাফত মজলিসের

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন চলাকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী ফয়জুল করীমের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে খেলাফত মজলিস।

আজ এক যুক্ত বিবৃতিতে খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত আমীর মাওলানা আবদুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, নির্বাচনের সুষ্ঠ পরিবেশ না থাকার কারণে খেলাফত মজলিস চলমান সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থেকেছে। আজ বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থীর উপর ন্যাক্কারজনক হামলা চালিয়ে নির্বাচনের পরিবেশ বিনষ্ট করা হয়েছে। একটি দলের সর্বোচ্চ নেতা যেখানে নিরাপদ থাকে না সেখানে ভোটাররা কিভাবে নিরাপদে ভোট দিতে যেতে পারে? একজন মেয়র প্রার্থীর উপর সরকার দলীয় সন্ত্রাসীদের হামলায় আবারো প্রমাণ করে এই সরকার দেশে কোন সুষ্ঠ নির্বাচন দিতে পারবে না। প্রধান নির্বাচন কমিশনার তার দ্বায়িত্ব অবহেলা করেছেন। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

আমরা সুষ্ঠু ও অবাধ জাতীয় নির্বাচনের লক্ষ্যে অবিলম্বে একটি নির্বাচনকালীন নিরপেক্ষ ও তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জোর দাবি জানাচ্ছি।

না.গঞ্জে যুবকের আত্মহত্যা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গলায় ফাঁস দিয়ে আব্দুল বাতেন (৪০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে।

আজ সোমবার (১২ জুন) ভোরে সিদ্ধিরগঞ্জের আশরাফ আলী ফিলিং স্টেশন সংলগ্ন টিনের বাসা থেকে তার মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির। নিহত যুবক সুনামগঞ্জ জেলার আব্দুল আজিজের ছেলে। তিনি (নাসিক) ৪ নং ওয়ার্ডস্থ আওলাবন এলাকায় বসবাস করতেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, আত্মহত্যার খবর পাওয়া মাত্রই আমাদের থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

না.গঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আহমেদ কাউছার (২৯) নামে এক সেচ্ছাসেবক লীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার (১১ জুন) দুপুরে উপজেলার তারাব পৌরসভার তারাব উত্তরপাড়া এলাকায় নিহতের নিজ বাড়ির গেষ্ট রুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কাউছার তারাব উত্তরপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে। তিনি তারাব পৌরসভার ৮ নাম্বার ওয়ার্ড যুগ্ন সম্পাদক ও পাশাপাপাশি তিনি একজন ব্যাবসায়ী ছিলেন।

পরিবারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, শনিবার (১০ জুন) রাত সাড়ে ১১টার দিকে পরিবারের সঙ্গে রাতের খাবার শেষ করেন কাউছার। পরে বাচ্চা নিয়ে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে অভিমান করে নিজের শোবার ঘর থেকে বেড়িয়ে গেষ্ট রমে ডুকে দরজা বন্ধ করে দেন কাউছার। সকালে ৮টার দিকে কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন দরজা ভেঙ্গে তাকে গামছা দিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

এসআই শহীদুল ইসলাম আরও বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে ইমতিয়াজ আহমেদ কাউছারের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান।

জীবিত হবে আশায় চার দিন খাটের নিচে লাশ

মরদেহ আবারও জীবিত হবে এই আশায় চার দিন খাটের নিচে লাশ রেখে বসবাস করে আসছিল নরসিংদীর একটি পরিবার। ওই মরদেহ পচে দুর্গন্ধ ছাড়ালে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার এবং ওই পরিবারের অন্য সদস্যদের হাসপাতালে ভর্তি করে।

গতকাল শনিবার (১০ জুন) রাতে জেলার মনোহরদী উপজেলার পৌর এলাকায় পরিবারটির বাড়ির খাটের নিচ থেকে অর্ধগলিত অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওই নারীর নাম শামীমা সুলতানা নাজমা (৫৫)। তিনি ওই এলাকার প্রাথমিকের অবসর নেওয়া শিক্ষক মোক্তার উদ্দীন তালুকদারের স্ত্রী।

স্থানীয়রা জানায়, মনোহরদী পৌরসভার বাজারের পাশেই নিজেদের বাড়িতে মোক্তার উদ্দীন তালুকদার পরিবার নিয়ে বসবাস করতেন। তারা সবাই আটরশি পীরের ভক্ত ছিলেন। তারা কেউই বাসা থেকে বের হতেন না। এসব নিয়ে জিজ্ঞেস করলেও তারা কোনো সুদত্তর দিতেন না। তারা প্রতিদিন রাত তিনটা থেকে ভোর পর্যন্ত জিকির করতেন।

প্রতিবেশীদের ভাষ্য, নাজমা তার পরিবারের সদ্যদের বলে গেছেন- তিনি মারা গেলে লাশ রেখে যেন অপেক্ষা করা হয়। তিনি তিন থেকে চার দিন পর আবারও জীবিত হবেন।

গত সোমবার নাজমা মারা গেলে পরিবার বিষয়টি কাউকে জানায়নি। তারা সবাই নাজমার জীবিত হওয়ার আশায় লাশ খাটের তলে রেখে অপেক্ষা করতে থাকেন।

এদিকে প্রতিবেশীরা পচা গন্ধ পেতে থাকলেও ধীরে ধীরে গন্ধ তীব্র হওয়ায় পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাদের ডাকাডাকি করলেও কোনো সাড়া দেয়নি। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে গেলে দেখা যায় তারা সবাই ঘরেই অবস্থান করছে। এসময় খাটের নিচ থেকে নাজমার মরদেহ উদ্ধার করা হয়। আর পরিবারের সদস্যদের থানায় নিয়ে আসা হয়। পরে সেখান থেকে তাদের মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক খন্দকার আনিসুর রহমান বলেন, থানা থেকে তাদের রাতে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। আমরা প্রেশার বেশি থাকায় তাদের চিকিৎসা দিয়েছি। তাদের শারীরিকভাবে অন্য কোনো সমস্যা পাওয়া যায়নি।

এ ব্যাপারে মনোহরদী থানার অফিসার ইনচার্জ ফরিদ উদ্দীন বলেন, পরিবারটি এক পীরের মুরীদ ছিলেন। তারা জানিয়েছেন, জিকিররত অবস্থায় নাজমার মৃত্যু হয়েছে। আবারও জীবিত হবে এই ধারণায় তারা লাশ খাটের নিচে রেখে দিয়েছিলেন। আমরা নিহতের স্বামী, চার মেয়ে, দুই নাতী ও এক নাতনীকে হাসপাতালে ভর্তি করিয়েছি। আর মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

না.গঞ্জে হত্যা মামলায় ২১নং ওয়ার্ড কাউন্সিলর শাহীন কারাগারে

জেলার বন্দরের ব্যবসায়ী মেরাজুল ইসলাম হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলর শাহীন মিয়ার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।


রবিবার ( ১১ জুন ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আস শামস জগলুল হোসেনের আদালতে হাজির হয়ে জামিনের জন্য আবেদন করলে আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান  এসব তথ্য নিশ্চিত করেছেন। এ মামলায় কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হলেও উচ্চ আদালত থেকে আগাম জামিনে ছিলেন কাউন্সিলর শাহীন মিয়া।


জানাগেছে, গত ৩ এপ্রিল সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দর অঞ্চলের রূপালী আবাসিক এলাকায় নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানের সামনে মেরাজুল ইসলামকে (২৮) কুপিয়ে হত্যা করা হয়।


পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পুরোনো দ্বন্দ্বের জেরে মেরাজুলকে হত্যা করা হয়। ঘটনার পরদিন নিহতের মা বাদী হয়ে কাউন্সিলর শাহীন মিয়াসহ ১৪ জনের নাম উল্লেখ ও ৫-৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা করেন।


মামলার অভিযোগে বলা হয়েছে, স্থানীয় কাউন্সিলর শাহীন মিয়ার নির্দেশে মেরাজুল ইসলামকে (২৮) কুপিয়ে হত্যা করেন আকিব হাসান রাজু। সেসময় অন্য আসামিরাও তাকে আঘাত করেন।

চাষাড়ায় ডায়াগনস্টিক সেন্টার থেকে আবারও ভূয়া ডাক্তার গ্রেপ্তার

নগরীর গ্রীন লাইফ ডায়াগনোস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এক ভুয়া ডাক্তারকে গ্রেফতার করে এক বছর কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় ডায়াগনোস্টিক প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার জরিমানা করা হয়।

আজ রোববার (১১ জুন) দুপুরে নগরীর চাষাড়ায় গ্রীন লাইফ ডায়াগনোস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে এই অভিযান পরিচালিত হয়।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান খানম অভিযান পরিচালনা করেন।

এতে উপস্থিত ছিলেন এনএসআই এর উর্ধতন কর্মকর্তারা। এসময় রোগীদের ভুল চিকিৎসা দেয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয় সেখানকার চর্ম ও যৌন বিষয়ক ভুয়া ডাক্তার সাইদুল ইসলামকে।

জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: এ কেএম মেহেদী হাসান জানান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইদুল ইসলামের কাছে সনদ ও প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে তিনি দেখাতে ব্যর্থ হন।

এমবিবিএস পাশ না করেই রোগীদের চিকিৎসা দেয়ার কথা স্বীকার করেন এই ভুয়া চিকিৎসক। এছাড়া ডাক্তার ও নার্সদের বায়োডাটা সংরক্ষণ না করার অভিযোগে ডায়াগনোস্টিক সেন্টারের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

তৃতীয় বিয়েতে পরিবার রাজি না হওয়ায় যুবকের আত্মহত্যা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় পরিবার তৃতীয় বিয়েতে রাজি না হওয়ায় অভিমান-ক্ষোভে এক যুবক গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।

রোববার (১১ জুন) ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার (১০ জুন) ভোরে উপজেলার মগটুলা ইউনিয়নের তরফপাছাইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি তরফপাছাইল গ্রামের মৃত আজিজুল হকের ছেলে রিফাত মিয়া (২৩)।

স্থানীয়রা জানান, প্রায় এক বছর আগে প্রথম বিয়ে করার কিছুদিন পর রিফাতের বউ চলে যায়। প্রায় তিন মাস আগে দ্বিতীয় বিয়ে করেন তিনি। পরে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় তাকে তালাক দেন। সম্প্রতি আবারও বিয়ের জন্য পরিবারকে চাপ দেন রিফাত। তবে তৃতীয় বিয়ে করাতে পরিবার রাজি হচ্ছিল না। এসব নিয়ে রিফাতের সঙ্গে শুক্রবার (৯ জুন) রাতে পরিবারের সঙ্গে মনোমালিন্য হয়। পরে একই দিন রাত ১০টার দিকে রিফাত নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে উদ্ধার করে।

এদিকে উদ্ধারের পর একই দিন রাত ৩টা পর্যন্ত রিফাতের মা তার কাছে বসে ছিলেন। এ সময় হঠাৎ তিনি ঘুমিয়ে পড়লে শনিবার ভোরে রিফাত আবারও ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন। পরে সকালের দিকে পরিবারের সদস্যরা টের পায়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান জানান, শনিবার ভোরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ

আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫তম কারামুক্তি দিবস আজ রোববার (১১ জুন)। ২০০৮ সালের এই দিনে শেখ হাসিনা ১১ মাস বন্দি থাকার পর জাতীয় সংসদ ভবন এলাকায় স্থাপিত বিশেষ সাব-জেল থেকে মুক্তি পান।

২০০৭ সালে ১/১১ এর রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্ষমতা গ্রহণ করা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ১৬ জুলাই আওয়ামী লীগ সভাপতিকে তার ধানমণ্ডির বাসভবন সুধা সদন থেকে গ্রেপ্তার করা হয়।

শেখ হাসিনা বন্দিদশায় অসুস্থ হয়ে পড়ায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনসহ বিভিন্ন মহল থেকে তাকে জেল মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি ওঠে। বিভিন্ন মহল থেকে জনগণের স্বতঃস্ফূর্ত এবং বারংবার দাবি ও চাপে তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়।

২০০৮ সালের ২৯ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট জোট দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভূমিধস বিজয় অর্জন করে এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দ্বিতীয় মেয়াদের জন্য প্রধানমন্ত্রী হন। এরপর আওয়ামী লীগ ২০১৪ ও ২০১৮ সালের সাধারণ নির্বাচনেও বিজয়ী হয়ে সরকার গঠন করে।

চলন্ত মোটরসাইকেলে টিকটক, প্রাণ গেল দুই বন্ধুর

লালমনিরহাটে চলন্ত মোটরসাইকেলে বসে টিকটক করার সময় ট্রাকের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলে থাকা আরও একজন আহত হন।

শনিবার (১০ জুন) রাত সাড়ে ৯টার দিকে গঙ্গাচড়া শেখ হাসিনা দ্বিতীয় তিস্তা সেতুতে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর গ্রামের সাহিদুল মিয়ার ছেলে ওয়াজেদ আলী ও একই গ্রামের আজির আলীর ছেলে শাহা আলম।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে তিন বন্ধু মিলে তিস্তা সেতুতে ঘুরতে যান। এরপর সেখানে তারা চলন্ত মোটরসাইকেলে বসেই টিকটক করতে থাকেন। এ সময় হঠাৎ একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিন বন্ধুই রাস্তায় ছিটকে পড়েন। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুইজনের মৃত্যু হয়। অপর যুবক এখনও চিকিৎসাধীন রয়েছেন।

কালীগঞ্জ থানা পুলিশের ওসি (তদন্ত) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ফতুল্লায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৫

সদর উপজেলার ফতুল্লায় ফল ব্যবসায়ী আবু তাহেরকে পিটিয়ে হত্যার ঘটনায় ৯জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৫ জনের বিরুদ্ধে মামলা করেছে নিহতের স্ত্রী আমেনা বেগম।

আজ শনিবার (১০ জুন) দুপুরে ফতুল্লা মডেল থানায় এ মামলা দায়ের করা হয়। এরমধ্যে পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলো- ইয়ার হোসেন (৪৫) তার স্ত্রী তাসলিম বেগম (৪০), লামিয়া (২২), মঞ্জিল (২২) ও মোজাম্মেল (৫৫)। তাদের মধ্যে তাসলিমা বেগম ও লামিয়া দোষ ম্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহসিন এর সত্যতা নিশ্চিত করে জানান, হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে ফতুল্লার ধর্মগঞ্জ ঢালীপাড়া এলাকায় শিশুদের নিয়ে দুই পক্ষের সাথে ঝগড়া হয়। সেই ঝগড়া থামানোর চেষ্টা করায় এক পক্ষ আবু তাহেরকে পিটিয়ে হত্যা করেছে।