শ্রমিক লীগ ছাত্রলীগের সম্মেলন কবে?

শেয়ার করুণ

সময়ের নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ জেলা মহানগর শ্রমিক লীগ ও ছাত্রলীগের সম্মেলন কবে? আরো রয়েছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা লীগ, কৃষক লীগ, তাঁতী লীগ। এর চেয়ে শ্রমিক লীগ ছাত্রলীগের কমিটি নিয়ে ইতোমধ্যে আলোচনা রয়েছে শীর্ষে।

শ্রমিক লীগ ও ছাত্রলীগ নারায়ণগঞ্জ রাজনীতিতে অন্যতম অঙ্গসংগঠন হয়ে পরিচালনা করে যাচ্ছে। এর মধ্যে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের আহবায়ক ও ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি থাকলেও তাদের মাঠে দেখা যাচ্ছে না।

অপরদিকে মহানগর শ্রমিক লীগ ও ছাত্রলীগ
সিটি কর্পোরেশন নির্বাচন চলাকালে
বিলুপ্ত ঘোষণা করা হয়। এর পর থেকে মাঠে ছাত্রলীগকে
দেখাগেলেও শ্রমিক লীগের কোন হদিস
পাওয়া যায়নি। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শ্রমিক লীগের গঠন নিয়ে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাউসারআহম্মেদ পলাশ জানান, নারায়ণগঞ্জসহ দেশের কোন কমিটি দেয়ার নির্দেশনা নেই। দলের
সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা
৩ অক্টোবর দেশে আসার পর শ্রমিকলীগের কমিটি গঠন নিয়ে আলোচনা হলে তখন সিদ্ধান্ত জানা যাবে।
অপরদিকে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের কমিটি নিয়ে মহানগর ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি হাবিবুর রহমান রিয়াদ জানান, অক্টোবর, মাসে কেন্দ্রীয় ছাত্রলীগের সম্মেলন হতে যাচ্ছে।

এ সময় নারায়ণগঞ্জে কোন কমিটি দেয়া বা বিলুপ্ত করা এখন কেন্দ্রীয় কমিটির হাতে। শুনতে পেরেছি, দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ অক্টোবর দেশে আসার পর কেন্দ্রীয় ছাত্রলীগের সম্মেলন নিয়ে তারিখ হলে পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ হয়েছে। এর মধ্যে মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে, জেলা ছাত্রলীগের কমিটি বহাল রয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের সম্মেলনে নারায়ণগঞ্জ কাউন্সিলর কিভাবে দিবেন, সেগুলো কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক জানেন।

নিউজটি শেয়ার করুণ