দেশের বাজারে স্বর্ণের দরপতন

শেয়ার করুণ

দেশের বাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে। স্থানীয় বাজারে পাকা স্বর্ণের দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সব থেকে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম ৮০ হাজার ১৩২ টাকা হয়েছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল থেকে এই নতুন দাম কার্যকর করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর আগে গত ২৭, ১৯ ও ১৫ সেপ্টেম্বর তিন দফা স্বর্ণের দাম কমানো হয়।

অবশ্য তার আগে ১১ সেপ্টেম্বর সব থেকে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ২৮৩ টাকা বাড়ানো হয়েছিল। এতে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম দাঁড়ায় ৮৪ হাজার ৫৬৪ টাকায়। দেশের বাজারে এর আগে কখনো স্বর্ণের দাম এত হয়নি।

রেকর্ড দাম হওয়ার পর টানা চার দফা দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা আসলো। ভালো মানের স্বর্ণের পাশাপাশি কমানো হয়েছে সব ধরনের স্বর্ণের দাম। মান অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম কমানো হয়েছে ৮১৭ টাকা থেকে ১ হাজার ১৬৬ টাকা পর্যন্ত। তবে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি।

সূত্রঃ যমুনা ডট টিভি

নিউজটি শেয়ার করুণ