নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল কায়সার হাসনাত বলেছেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষন ছিলো আমাদের জন্য একটি অনুপ্রেরণা। আমার দুর্ভাগ্য সেদিন বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭মর্চের ভাষন দেখার সুযোগ হয়নি।

আজ সোমবার (৭ মার্চ) সকালে নগরীর ২ নং রেলগেটে এলাকায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত জেলা কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে আয়োজিত সভায় কায়সার হাসনাত বলেন, পৃথিবীতে অনেক নেতারা দেশকে স্বাধীন করার জন্য ভাষণ দিয়েছেন, যার যার সংগ্রাম করার জন্য তারা ভাষণ দিয়েছেন। সবই ছিলো লিখিত ভাষন। কিন্তু একমাত্র বঙ্গবন্ধু ভাষণ ছিলো অলিখিত, পূর্বের কোন পরিকল্পনা ছিলো না।

কায়সার বলেন, আজকে আমরা স্বপ্ন দেখি বঙ্গবন্ধুর সোনার বাংলার, আমরা স্বপ্ন দেখি বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। এ ভাষণ যুগ যুগ ধরে যত দিন বাংলাদেশ নামের মানচিত্রটি থাকবে, যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন প্রজন্মে পর প্রজন্মকে এ ভাষণ আমাদের অনুপ্রেরণা সৃষ্টি করবে।
