বিজ্ঞপ্তি: ছয় দিনেও খোঁজ পাওয়া যায়নি নিখোঁজ তরুনী তানিয়ার। গত ১৪ মার্চ রবিবার বিকেল চারটায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের গোদনাইল চেয়ারম্যান অফিস সংলগ্ন এলাকা থেকে খাদিজা আক্তার তানিয়া (বয়স ৩৭) নিখোঁজ হয়। সে মানসিক ভারসাম্যহীন। বাসা থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি। তানিয়ার গায়ের রঙ শ্যামলা, পড়নে ছিলো বেগুনী রঙের থ্রী পিস, কাঁধে ভ্যানিটি ব্যাগ ছিলো। শরিরে কালো চাঁদর গায়ে মোড়ানো ছিল। এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় যার নাম্বার- ৬৪৮। তার কোনো খোঁজ পাওয়া গেলে সৈয়দ মনির হোসেনের এই মোবাইল ফোন নাম্বারগুলিতে জানানোর অনুরোধ করেছে তার পরিবার ০১৭৮৩৩৯৫৭০৮, ০১৭৬৮৩৫৯৬৬৬, ০১৯৫৪৩৫৯২৯৮।
সুত্রঃ লাইভ নারায়ণগঞ্জ