সিদ্ধিরগঞ্জে দশ বছরের কণ্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মোশাররফ হোসেন (৫১) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। রোববার (২৪ জানুয়ারি) জালকুড়ি সিকদার বাড়ি পুল এলাকা থেকে তাকে আটক করা হয়।
এ ঘটনায় শিশুর বাবা বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। আটককৃত বৃদ্ধ পটুয়াখালীর মওকরন গ্রামের মৃত আব্দুর রশিদ হাওলাদারের ছেলে। জালকুড়িতে সে এমেল সিকদারের বাসায় ভাড়া থাকে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগি জালকুড়ির এলাকায় একটি স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্রী। ঐ এলাকায় ভাড়ায় থাকা বাসার সামনে ২৩ জানুয়ারি শনিবার সকাল ১১টায় খেলাধুলা করছিল তার মেয়ে।

অভিযুক্ত মোশাররফ হোসেন নুডুলস রান্না করার কথা বলে নিজের রুমে ডেকে নিয়ে দরজা বন্ধ করে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটি চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে বৃদ্ধ তাকে ছেড়ে দেয়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান জানান, ভুক্তভুগী শিশুর বাবার অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তকে আটক করা হয়েছে। পরবর্তী তাকে আদালতে প্রেরন করা হয়েছে।
সূত্রঃ লাইভ নারায়ণগঞ্জ
