২ নং রেলগেট এলাকায় পুলিশ-বিএনপি সংঘর্ষের পর আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

শেয়ার করুণ

বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে ২নং রেল গেট এলাকায় প্রতিবাদ মিছিল করেছে মহানগর আওয়ামী লীগ।

আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিক্ষোভ মিছিল করে দলটি। আওয়ামী লীগের জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু, জিএম আরাফাত ও জাহাঙ্গীর আলমের নেতৃত্বে অনুষ্ঠিত এই প্রতিবাদ মিছিল নগরীর মুল মুল সড়ক প্রদক্ষিণ করে জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়।

উল্লেখ্য, আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ১১ টা থেকে নগরীর বঙ্গবন্ধু সড়কের ২ নম্বর রেলগেট, মন্ডলপাড়া এলাকায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রা করতে গেলে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ বাধে। এ সংঘর্ষে পুলিশ, সাংবাদিক, বিএনপি ছাত্রদল যুবদলের শতাধিক গুলিবিদ্ধ ও মারাত্মক আহত হন। এক ছাত্রদল নেতা গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

নিউজটি শেয়ার করুণ