“হয় এই সরকারের পতন ঘটাবো, না হয় লাশ হয়ে কবরে যাবো”

শেয়ার করুণ

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, আওয়ামীলীগের লোকজনকে বলতে চাই, প্রশাসনের লোকজনকে বলতে চাই, আপনারা কি বাজারে যান? আপনারা কি একবার চিন্তা করে দেখেছেন, দেশের ভবিষৎ কিভাবে চলবে? আপনার বলেছিলেন দশ টাকা কেজি চাল খাওয়াবেন, ঘরে ঘরে চাকুরী দিবেন। সেটাও পারেননি। আপনাদের দলের হলেই তাদের চাকুরী মিলছে না।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বন্দর থানা বিএনপি’র অন্তর্গত ১৯নং ওয়ার্ড বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য তিনি এসব কথা গুলো বলেন।

তিনি আরো বলেন, পত্রিকায় দেখলাম পুলিশ বাহিনীতে লোক নিচ্ছেন, মানে নির্বাচনে ভোট ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছেন, দলীয় পরিচয়ে বিভিন্ন সেক্টরে লোক নিচ্ছেন। শেখ হাসিনাকে বলতে চাই-আপনি আমাদেরকে পুলিশ দিয়ে ভয় দেখান, সেনাবাহিনী দিয়ে ভয় দেখান, র‌্যাব বাহিনী দিয়ে ভয় দেখাচ্ছেন, আপনাকে বলছি- ইনশাহআল্লাহ, মরার প্রস্তুতি নিয়েই রাজপথে নেমেছি, হয় এই সরকারের পতন ঘটাবো, না হয় লাশ হয়ে করবস্থানে যাবো।

সম্মেলন শেষে মোঃ সেলিমকে সভাপতি, মোঃ আশরাফউদ্দিনকে সাধারণ সম্পাদক, মাসুদুর রহমানকে সিনিয়র সহ-সভাপতি, মোঃ আঃ হান্নানকে সিনিয়র সহ-সভাপতি, আবদুস সালামকে সিনিয়র যুগ্ম সম্পাদক ও জাহাঙ্গীর হোসেন পলুকে সাংগঠনিক সম্পাদক করে নারায়ণগঞ্জ মহানগরীর ১৯নং ওয়ার্ড বিএনপির কমিটি ঘোষণা করেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। ৬ মে শনিবার বিকেলে মহানগরীর বন্দরের মদনগঞ্জ এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মহানগরীর ১৯নং ওয়ার্ড বিএনপির সমন্বয়ক মো. সেলিমের সভাপতিত্বে ও সহ-সমন্বয়ক আশরাফউদ্দিনকে সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি আমান উদ্দীন আমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, শাহ ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, রাশিদা জামাল, মাসুদ রানা, বন্দর থানা বিএনপি’র আহ্বায়ক নুর মোহাম্মদ পনেছ, সদস্য সচিব নাজমুল হক রানা।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদুর রহমান, বন্দর থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক নাছির উল্লাহ্ টিপু, মাসুদ রানা, মো. সেলিম, সোহেল খান বাবু, বিএনপি নেতা জাবেদ আহমেদ, আব্দুল্লাহ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সম্রাট হাসান সুজন, বিএনপি নেতা শাহাদুল্লাহ মুকুল, মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা আলম রতন প্রমুখ।

নিউজটি শেয়ার করুণ