হোয়াটসঅ্যাপের আরও একটি নতুন ফিচারের চালু করলেন মেটা প্রধান মার্ক জুকারবার্গ। এখন থেকে ব্যবহারকারীরা এই মেসেজিং অ্যাপের মাধ্যমে সরাসরি ৬০ সেকেন্ডের ভিডিও বার্তা পাঠাতে পারবেন।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গতকাল ২৭ জুলাই বৃহস্পতিবার এই সংক্রান্ত ঘোষণা করেন মেটা প্রধান মার্ক জুকারবার্গ।
এর আগে হোয়াটসঅ্যাপে ভিডিও ফাইল অ্যাটাচ করে পাঠানো যেত। ব্যক্তিগত কোনও মেসেজ হলেও প্রথমে তা রেকর্ড করে তারপর তা ভিডিও ফাইল আকারে পাঠাতে হত। তবে এবার অ্যাপের মাধ্যমেই তাৎক্ষণিকভাবে রেকর্ড করে সাথে সাথেই সেন্ড করা যাবে ভয়েস মেসেজের মতোই।
হোয়াটসঅ্যাপে চ্যাট বক্সে ডানদিকে নীচে থাকা মাইক অপশনে ক্লিক করে ভয়েস মেসেজ পাঠানো হয়। সেখানে ক্লিক করলেই ভিডিও মোডে সুইচ করার অপশন সামনে আসবে। অপশনটি সিলেক্ট করে ট্যাপ করে রেখে ভিডিও বার্তা রেকর্ড করা যাবে। বার্তা রেকর্ড করা হলে তা সাথে সাথেই সেন্ড করা যাবে।