হেফাজত ইসলামের ডাকে সকাল-সন্ধ্যা হরতালে নারায়ণগঞ্জ শহরে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে, ব্যক্তিগত যানবাহনের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কম চলাচল করতে দেখা গেছে।

রোববার (২৮ মার্চ) নারায়ণগঞ্জের চাষাঢ়া, ২নং রেল গেইট, শিবু মার্কেট এলাকা ঘুরে দেখা গেছে এমন চিত্র।
এসব এলাকা ঘুরে দেখা গেছে, সকাল ৬টা থেকে যান চলাচল কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে যান চলাচল বাড়তে থাকে। তবে, অন্যান্য দিনের তুলনায় যাত্রী সংখ্যা কিছুটা কম দেখা গেছে।
এদিকে নাশকতা ঠেকাতে প্রতিটি মোড়ে মোড়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে অবস্থান দেখা গেছে। তবে, এসব এলাকায় কোথাও হরতাল সমর্থনকারীদের দেখা যায়নি।
অন্যদিকে, সকাল থেকে হরতাল প্রতিরোধে বিভিন্ন সংগঠন মিছিল বের করেছেন।
সূত্রঃ লাইভ নারায়ণগঞ্জ