দেশ ব্যাপী বহুল আলোচিত টিম খোরশেদ তৈরী করলো এক অনন্য মানবতার দৃষ্টান্ত, আজ ১৩ জানুয়ারি, বুধবার। নারায়ণগঞ্জ সদর উপজেলার গলাচিপা নিবাসী মোঃ ফাহিম ও সিদ্ধিরগঞ্জ নিবাসী মঞ্জু আক্তার (৬৫) নামে করোনা পজিটিব দুই রোগীকে অক্সিজেন সহয়তা দেন।
করোনা পজিটিব ফাহিম ও মঞ্জু শ্বাসকষ্ট বোধ করলে টিম খোরশেদ এর সাথে যোগাযোগ করেন,পরে তারা তাদের ডাকে সারা দিয়ে চালু ছুটে যান রোগীদের বাসায় অক্সিজেন নিয়ে।
উল্লেখ, টিম খোরশেদ বিশ্ব করোনা প্যানডেমিক শুরু হবার পর থেকে নারায়ণগঞ্জ সহ দেশের নানা প্রান্তে, লাশ দাফন, খাদ্য সহয়তা,অক্সিজেন ও প্লাজমা ডোনেট করে আসছে। ইতি মধ্যে তারা মানবতার উৎকৃষ্ট উদহরন তৈরী করেছেন মানুষের মাঝে, যা ইতিহাস হয়ে থাকবে এই নারায়ণগঞ্জ বাসীর মনে।
