হেফাজতে ইসলামের হরতাল ঘিরে সকাল থেকেই নারায়ণগঞ্জ শহরসহ পুরো জেলায় কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও র্যাব। এ ছাড়া সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা তৎপর রয়েছেন।
সকাল থেকে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থান গুড়ে এমন চিত্র দেখা যায়।
তবে, শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলে প্রশাসনের পক্ষ থেকে বাধা দেওয়া হবে না বলেও জানান।

হরতালকে কেন্দ্র করে শহরের ডিআইটি, চাষাঢ়া, সাইনবোর্ড, শিমরাইলসহ বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। মোতায়েন রয়েছে বিজিবি ও র্যাব।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান বলেন, ‘হরতালের সমর্থনে মহাসড়কের কয়েকটি স্থানে অবরোধ তৈরি করে বিক্ষোভ করেছেন হেফাজতের নেতা-কর্মীরা। তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ। হেফাজতের নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা হয়েছে। তাঁরা আমাদের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের বিরুদ্ধে ‘প্রতিবাদী মুসল্লিদের ওপর হামলা ও হত্যার’ প্রতিবাদে হেফাজতে ইসলাম আজ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে হেফাজত ইসলাম।
সূত্রঃ লাইভ নারায়ণগঞ্জ