আমরা হকাররা এই দেশের নাগরিক, দেশের যেকোনো অঞ্চলে আমরা অবস্থান নিবো, কোনো প্রান্তে উপার্জন করবো। এটা আমাদের সংবিধাবিক অধিকার। আমাদের এই অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। আমাদের অধিকার বঞ্চিত করা হলে আমরা আমাদের অধিকার আদায়ের আন্দোলন চালিয়ে যাবো। আমাদের দাবি আদায়ের আন্দোলনে যাদের আটক করা হয়েছে, তাদের আমরা মুক্ত করবো। মামলা করা হয়েছে, আমরা আদালতে যাবো! আইনী লড়াই করে তাকে মুক্ত করে আনবো।

বৃহস্পতিবার (১১ মার্চ) বিকেলে হকার নেতা আসাদের মুক্তির দাবি ও ‘পূনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ চলবে না’ এই দাবিতে নারায়ণগঞ্জ জেলা হকার্স সংগ্রাম পরিষদ চাষাড়া শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়। সেখানে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি (সিপিবি) জেলার সভাপতি হাফিজুল ইসলাম এ বক্তব্য রাখেন।
পুরো বিক্ষোভ সমাবেশটি সঞ্চলনায় ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।
