সড়ক দুর্ঘটনায় আদর্শ স্কুলের প্রাক্তন শিক্ষার্থীর মৃত্যু

শেয়ার করুণ

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে সড়ক দূর্ঘটনায় আদর্শ স্কুল নারায়ণগঞ্জ এর প্রাক্তন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (৩১ মার্চ) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জে এক মর্মান্তিক সডক দূর্ঘটনায় আদর্শ স্কুলের এই প্রাক্তন শিক্ষার্থীর মৃত্যু হয়। সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীর নাম আব্দুল্লাহ আল মামুন। আব্দুল্লাহ আল মামুন আদর্শ স্কুলের ২০১২ সালের ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

নিহত আব্দুল্লাহ আল মামুনের এক বন্ধু জানান অল্প কিছুদিন আগে মামুন বিয়ে করেন। পারিবারিক সুত্রে মামুনদের পরিবহনের ব্যবসা ছিল। মামুনের গ্রামের বাড়ি লক্ষীপুর জেলায়। বর্তমানে মামুন নারায়ণগঞ্জের মাসদাইর শেরে বাংলা রোড় এলাকায় পরিবারের সাথে বসবাস করে আসছিলেন।

নিউজটি শেয়ার করুণ