Share on facebookShare on twitterShare on linkedin
মহান স্বাধীনতা দিবসের (৫০) বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন আতাউর রাহমান প্রধান মেম্বার পাশাপাশি স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন তিনি।

এনায়েতনগর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড মেম্বার ও প্যানেল চেয়ারম্যান বলেন,বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্ম না হলে এই দেশ স্বাধীন হতো না ,আমরা পেতাম না একটি দেশ একটি মানচিত্র ও একটি লাল সবুজের পতাকা।
আতাউর রাহমান প্রধান আরো বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনকের কন্য শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে ও উন্নয়ন অব্যাহত রাখতে তার হাতকে শক্তিশালী করার লক্ষে আমাদের সকলকে কাধেঁ কাধ মিলিয়ে কাজ করে যেতে হবে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু – জয় হোক মেহনতি মানুষের শেখ হাসিনা দীর্ঘজীবী হোক (আমিন)।
