করোনার টিকা নিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও তার স্ত্রী মেয়র হাছিনা গাজী। ৭ ফেব্রুয়ারী ( রোববার ) সকালে রাজধানীর জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে তিনি টিকা নেন।
এসময় রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ্ নুসরাত জাহান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
টিকা প্রদান শেষে মন্ত্রী গাজী বলেন, ‘কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি। বাংলাদেশের মানুষের জন্য খুব দ্রুততার সাথে কোভিড-১৯ ভ্যাকসিনের ব্যবস্থা করার জন্য। আমি ভ্যাকসিন নিয়েছি, কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। কোভিড-১৯ ভ্যাকসিনের বিরুদ্ধে অপপ্রচার থেকে দুরে থাকুন’।
সূত্রঃ লাইভ নারায়ণগঞ্জ