রাজধানীর রামপুরা টিভি সেন্টার এলাকার একটি বাসায় থেকে মনোয়ার আদিব (৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন স্বজনরা। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার মনোয়ার আদিব মাত্র এক মাস আগেই বিয়ে করেছেন বলে জানা গেছে।
স্বজনরা জানান, শুক্রবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষার শেষে মৃত ঘোষণা করেন।
মনোয়ার আদিবের ফুপা আবুল হোসেন জানান, শুক্রবার রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় আদিবের। পরে স্ত্রীকে রুম থেকে বের করে ভেতর থেকে দরজা লাগিয়ে দেন তিনি। পরে ডাকাডাকি করলে দরজা না খোলায় স্ত্রীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন এসে দরজা ভেঙে দেখে তিনি ফ্যানের সঙ্গে ঝুলছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ ঘটনা রামপুরা থানাকে জানানো হয়েছে। বিষয়টি তারা তদন্ত করছে।