মোগরাপাড়া ইউনিয়ন এর উলুকান্দা গ্রাম থেকে কাইকারটেক হাট পর্যন্ত নতুন রাস্তার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৩১ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা রাস্তাটির উদ্বোধন করেন।
এসময় কাফুরদী গ্রামের আরও দু’টি সংযোগ রাস্তা করার জন্য নির্দেশ দিয়েছেন।
এমপি লিয়াকত হোসেন খোকা বলেন, সোনারগায়ের উন্নয়নের জন্যই আল্লাহ পাক আমাকে আপনাদের সেবক হিসেবে পাঠিয়েছেন। আগামী ৩ বছরের মধ্যে আল্লাহ তৌফিক দিলে সোনারগায়ের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করব। করোনার প্রকোপ বেড়ে গেছে, আপনারা সবাই মাস্ক ব্যবহার করবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন।
এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. জব্বার মিয়া, বিশিষ্ট সমাজ সেবক ও জাতীয় পার্টির নেতা মোহাম্মদ আলী, ৯ নং ওয়ার্ডের মেম্বার আব্দুল সামাদ, বিশিষ্ট সমাজ সেবক কামরুল ইসলাম, জাতীয় যুব সংহতি নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহবায়ক কাজী নাজমুল ইসলাম লিটু, জাপা নেতা মো. শাহীন, আওয়ামী লীগ নেতা রবিউল মিয়া, জাপা নেতা নাসিরুদ্দিন, মো. সবুজ সহ এলাকার শত শত নেতাকর্মী ও মোগরাপাড়া ইউনিয়ন এর শত শত এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
সুত্রঃ লাইভ নারায়ণগঞ্জ