সেলিম ওসামানকে আওয়ামী লীগে আসার আহবান মেয়র আইভীর

শেয়ার করুণ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভি বলেছেন, নারায়ণগঞ্জে যিনি আছেন তিনিও জাতীয় পার্টির এমপি। জাতীয় পার্টি থেকে কেন দিতে হবে। আওয়ামী লীগে চলে আসুন। তিনি তো আওয়ামী লীগের ঘরের সন্তান। আওয়ামী লীগে চলে আসুন৷ এমপি হন, আপত্তি নেই। বাদল ভাই দুই বার করে কথা বলেছে। আমি সেটা বলতে পারবো না। সেটা পার্টি ফোরাম সিদ্ধান্ত নেবে।

আজ রোববার (১৬ জুলাই) স্মার্ট কর্নার উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি বলেন, নারায়ণগঞ্জে ঐতিহ্য ও ইতিহাসকে ধরে রাখতে আমরা পাঁচটি আসনে নৌকা চাই। নারায়ণগঞ্জ সবকিছুতে সম্পূর্ণ ছিল। সবকিছু নারায়ণগঞ্জে হত। নারায়ণগঞ্জেই আওয়ামী লীগের জন্ম হয়৷ মিটিংটি বায়তুল আমানে হওয়ার কথা ছিল। ১৪৪ ধারা জারি হওয়ার কারণে পরে মিটিংটি পাইপাড়ার মিউচুয়াল ক্লাবে হয়। এরপর ঢাকার রোজ গার্ডেনে আওয়ামী লীগ গঠিত হয়। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন সেই ক্লাবটি সংরক্ষণ করে রেখেছে।

আগামী সেপ্টেম্বরে মাননীয় প্রধানমন্ত্রী নাসিকের দশটি প্রজেক্ট উদ্বোধন করবেন। সেখানে মিউচুয়াল ক্লাবও আছে। সোনারগাঁয়ে কেন জাতীয় পার্টিকে দিতে হবে। এখন সময় এসেছে সেখানে আওয়ামী লীগের নৌকা দেয়ার। আমার কথা বিশ্বাস করার দরকার নেই। গোয়েন্দা সংস্থাকে দিয়ে তদন্ত করান।

নিউজটি শেয়ার করুণ