আগের চেয়ে বেশ সুস্থ আছেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রেসিডেন্ট ও সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। সোমবার (৪ জানুয়ারি) হাসপাতাল সূত্রে এমন খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। দু-একদিনের মধ্যে তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হবে বলেও জানায় তারা।

অসুস্থ সৌরভ গাঙ্গুলিকে দেখতে আসার কথা ছিল প্রখ্যাত কার্ডিয়াক সার্জন ডা. দেবী শেঠি ও তার টিমের। সৌরভের পরবর্তী চিকিৎসা পদ্ধতি কী হবে, তা নিয়েও সিদ্ধান্ত দেওয়ার কথা ছিল তার। তবে তার আগেই মেডিকেল বোর্ডের সঙ্গে ডা. দেবী শেঠির ভিডিও কনফারেন্স করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ভিডিও কনফারেন্সে সিদ্ধান্ত নেওয়া হয় সৌরভকে বাড়িতে পাঠানোর।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে অনলাইন জুম কলে দেবী শেঠির সঙ্গে মেডিকেল বোর্ডের জরুরি বৈঠক হয়। এ সময় এনজিওপ্লাস্টি না করানোর সিদ্ধান্ত নেন তারা।
এর আগে সৌরভের হার্টে তিনটি ব্লকেজ ধরা পড়ে। এর মধ্যে একটিতে স্টেন্ট বসানো হয়েছে।
সূত্রঃ সময় টিভি নিউজ
