সুলতান’স ডাইন এ রোজাদারদের জন্য বিশেষ উপহার

শেয়ার করুণ

আসছে পবিত্র মাহে রমজানে রোজাদারদের জন্য বিশেষ উপহার দেয়ার ঘোষনা দিয়েছে জনপ্রিয় কাচ্চি হাউস সুলতান’স ডাইন।

সুলতান’স ডাইন’স ইফতারে রোজাদারদের বিনামূল্যে শরবত খেজুর এবং ফল সরবরাহ করবে।

আজ জনপ্রিয় এই কাচ্চি হাউসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই ঘোষনা দেয়া হয়। এছাড়া অনান্য রেগুলার অফারও চালু থাকবে।

নিউজটি শেয়ার করুণ