সিলিন্ডার এলপিজি গ্যাসের দাম বাড়ল

শেয়ার করুণ

১২ কেজি এলপিজির দাম ৫৭ টাকা বাড়িয়ে ১ হাজার ২৩৫ নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। গত এপ্রিলে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ১৭৮ টাকা। তার আগের মাস মার্চে ছিল ১ হাজার ৪২২ টাকা।

মঙ্গলবার (২ মে) এক সংবাদ সম্মেলন বিইআরসি নতুন এই দাম ঘোষণা করে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কমিশনের চেয়ারম্যান নুরুল আমিন, সদস্য আবুল খায়ের মো. আমিনুর রহমান, ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, ড. মো. হেলাল উদ্দিন, মো. কামরুজ্জামানসহ অন্যরা।

বিইআরসি প্রতি মাসেই এলপিজির দাম পুনর্নির্ধারণ করে।

নিউজটি শেয়ার করুণ