আজ ৫ ফেব্রুয়ারী,২০২১ইং,শুক্রবার, সকাল ৮ঃ৩০ মিনিটে নারায়ণগঞ্জের পশ্চিম দেওভোগ,আদর্শনগর এলাকার সিরাজুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধনী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে একটি উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ডাক্তার শরীফ মোহাম্মদ মোসাদ্দেক এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক এবিএম সিরাজুল ইসলাম মামুন।

মাদ্রাসার প্রিন্সিপাল মুফতী শাইখ শাব্বীর আহমাদের পরিচালনায় এতে আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট শিল্পপতি তালাওয়াত হোসেন শাহীন,পরিচালনা কমিটির সেক্রেটারি ইলিয়াস আহমাদ,বায়তুল মামুর জামে মসজিদের খতীব হাফেজ মাওলানা আহমদ আলী,খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহ আলম,সহ-সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ মুহাম্মাদ আওলাদ,কামরুল হাসান পায়েল,নুর মোহাম্মদ খান,জাহিদ হাসান,ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি মুহাম্মদ জারির হোসাইন,জেলা সভাপতি নাঈম ইসলাম,রুপগঞ্জের মাওলানা শরীফুল ইসলাম,আদর্শনগর বায়তুল জামাল মসজিদের সেক্রেটারি সিরাজুল ইসলাম,মুফতি আব্দুশ শাকুর,মাওলানা জাকির হোসাইন এবং আবুল কালাম’সহ পরিচালনা পরিষদের সদস্য ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ।
নিজস্ব জায়গায় নির্মিত মাদ্রাসার অবকাঠামোগত কাজ প্রায় শেষের দিকে,আগামী কিছুদিনের মধ্যেই উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে মাদ্রাসার সার্বিক কার্যক্রম পুরোদমে চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
