সিনেস্কোপ নারায়ণগঞ্জ এ বিনা অভিজ্ঞতায় চাকরির সুযোগ

শেয়ার করুণ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নারায়ণগঞ্জ এর জনপ্রিয় ও সাড়াজাগানো মুভি থিয়েটার সিনেস্কোপ নারায়ণগঞ্জ।

প্রতিষ্ঠানটি জানায় সিনেস্কোপের কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য পার্ট-টাইম ভিত্তিতে নতুন কর্মী নিয়োগ করতে যাচ্ছে।

পদের নামঃ
ফুড জোন ম্যানেজার

বয়সঃ
১৮ থেকে  ২২ বছর

আবেদন পদ্ধতিঃ
আগ্রহী প্রার্থীরা সরাসরি সিনেস্কোপ নারায়ণগঞ্জ এ এসে সিভি জমা দিতে পারবেন। ( দুই কপি পাসপোর্ট সাইজ ছবি)

অভিজ্ঞতাঃ
কোনরকম পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই।

জমা দেয়ার সময়ঃ

প্রতিদিন সকাল ১১.০০টা- রাত ০৯.০০টা পর্যন্ত।

ঠিকানাঃ
সিনেস্কোপ নারায়াণগঞ্জ , আলী আহম্মাদ চুনকা নগর পাঠাগার ও মিলানায়তন পাতাল মেঝে । (মিন্নত আলী শাহ্ব সাহেবের মাঝারের বিপরীতে)

নিউজটি শেয়ার করুণ