চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। সংস্থাটির দাবি, ওই ব্যক্তি ‘ভুয়া ডাক্তার’।
সিদ্ধিরগঞ্জের আটি এলাকা থেকে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. রুবেল হোসেন (২৭)। সে ফরিদপুরের কোতয়ালীর গোয়ালের টিলা এলাকার মো. ইউনুস শেখ এর ছেলে। নিজেকে চক্ষু বিষয়ক অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে পরিচয় দিতেন।

র্যাব বিজ্ঞপ্তিতে জানান, সে সনদপ্রাপ্ত কিংবা বিএমডিসি কর্তৃক নিবন্ধনধারী ডাক্তার না হয়েও নিজেকে চক্ষু বিষয়ক অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে পরিচয় দিতেন এবং নিজের নামে অবৈধভাবে সীলমোহর, ভিজিটিং কার্ড বানিয়ে দীর্ঘদিন যাবৎ রোগী দেখে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল।
২২ ফেব্রুয়ারি দুপুরে সিদ্ধিরগঞ্জ হিউম্যান ডেভেলপম্যান্ট অর্গানাইজেশন মা ও শিশু স্বাস্থ্য সেবা কেন্দ্রে রোগী দেখে প্রেসক্রিপশন লেখার সময় রুবেল হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার নাম সম্বলিত সীল, ভিজিটিং কার্ড ও প্রেসক্রিপশনসহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী জব্দ করা হয়।
র্যাব-১১ এর আদমজীনগরের মিডিয়া অফিসার মো. রিজওয়ান সাঈদ জিকু জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
