জেলার সিদ্ধিরগঞ্জে নাসিক ১ নং ওয়ার্ডের হীরাঝিল এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি পোশাকের শো-রুমে তান্ডব চালিয়েছে ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ও ১ নং ওয়ার্ড কাউন্সিলর আানোয়ারের পুত্র ইলিয়াস ইসলাম লিয়ন বাহিনীর ১৫/২০ জন। এ সময় তারা দোকানের মালামাল ভাংচুর, তছনছ, অর্থ-মালামাল লুট ও দোকানের কর্মচারীদের মারধর করেছে বলে অভিযোগ উঠেছে।

গতকাল বুধবার (৩০ মার্চ) দিবাগত রাতে স্টার পয়েন্ট নামে একটি পোশাকের শো-রুমে ইলিয়াস হোসেন লিয়নের অনুগামী রাহাত, সজিব, শ্যামল ও সাদ্দামসহ ৪ জনের নেতৃত্বে ১৫-২০ জনের একটি সংঘবদ্ধ দল এ ঘটনাটি ঘটে।
এ ব্যাপারে শো-রুমের মালিক মো. আমির হোসেন জানান, বিকালে রাহাত ও সজিবের দোকানে একটি প্যান্টের জন্য গেলে তাদের দোকানের কর্মচারীর সাথে কথা কাটাকাটি হয়। এরপর তারা ১৫/২০ জন নিয়ে দোকানে ঢুকে অতর্কিত হামলা চালায়। এসময় তারা মালিক ও দোকানের কর্মচারীদের মারধর করে ক্যাশ থেকে ৫০ হাজার টাকা নিয়ে যায়।
