নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তীর ব্র্যান্ডের নামে নকল সয়াবিন তেল বিক্রির দায়ে দুই মুদী দোকানের মালিককে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ । তারা নকল তীর ব্রান্ডের সয়াবিন বিক্রি করছিল।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় আদমজী কদমতলী দশ তলা এলাকায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ এর সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান।
তীর সয়াবিন তেলের কর্মকর্তাদের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয় বলে তিনি জানিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন, কৃষি বিপণন প্রতিনিধি মো. সুমন খন্দকার, ক্যাবের প্রতিনিধি অমিতাভ চক্রবর্তী এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি টিম।
মো. সেলিমুজ্জামান জানান, নির্দিষ্ট অভিযোগ পেয়ে অফিসের নির্দেশনায় আমরা অভিযান পরিচালনা করে নকল তেল পেয়েছি। তাদের মধ্যে তোহা স্টোরকে ভোক্তা অধিকার সংরক্ষন আইনের ৫০ ধারায় ১ হাজার টাকা এবং জয়নাল স্টোরকে ৩৭ ধারায় ৫ হাজার টাকা ও ৫০ ধারায় ১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। আমাদের এ ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।