সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার ( ১৯ মার্চ ) রাতে প্রায় ১০টার দিকে কাঁচপুর ব্রীজের পশ্চিম পাড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে পুলিশে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এস আই ফয়সাল জানান, ঘটনাটি প্রায় রাত ১০টার দিকে ঘটেছে বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে। কিন্তু আমরা খবর পাই রাত ১টার দিকে। পরে আমরা ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। বর্তমানে লাশ নারায়ণগঞ্জ জেনারেল ভিকটোরিয়া হাসপাতালে রয়েছে। তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
সূত্রঃ লাইভ নারায়ণগঞ্জ