মাসদাইর কবরস্থানে সংস্কারের জন্য পাশ্ববর্তী শ্মশান থেকে মাটি দেয়া হয়েছে। আর এতেই নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একে এম শামীম ওসমানের মতই ক্ষুদ্ধ হয়েছেন সরকারী তোল রাম কলেজের ভিপি হাবিবুর রহমান রিয়াদ।

আজ সোমবার (১০ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে মহানগর ছাত্রলীগের সভাপতি বলেন, শ্মশানঘাটের মাটি মাসদাইর কবরস্থানে কবরের উপর কেন? জবাব চাই।মুসলমানদের কবরে তোরা কেন এই মাটি দিলি…বিচার চাই।এখানে আমাদের আত্নীয়স্বজন,লাখ লাখ মুসলমানদের কবর। অতিদ্রুত এই সমস্যার সমাধান চান এই ছাত্র নেতা।
