সরকার ডেঙ্গু প্রতিরোধে চরমভাবে ব্যর্থ : এড. আহমদ আযম

শেয়ার করুণ

বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আজম খান বলেছেন, সরকার যেমনি ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থ হয়েছে ফ্যাসিবাদ টিকাতেও ব্যর্থ হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর গণতন্ত্র বিশ্বগুলো বাংলাদেশে একটি অবাদ এবং নিরপেক্ষ নির্বাচন চায়।

আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের মিশন পাড়া হোসিয়ারি সমিতির সামনে মহানগর বিএনপি আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ ও ডেঙ্গু প্রতিরোধে সরকারের ব্যর্থতা, ডেঙ্গু প্রতিরোধে সমাবেশ ও লিফলেট বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা গুলো বলেন।

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও বিশ্বের গণতন্ত্র দেশগুলো কোন রাজনৈতিক দলের পক্ষে না, গণতন্ত্রের পক্ষে। তারা এই দেশে অবাদ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পক্ষে আজ এসব কথা বলে দেখে সরকারের কাছে বিষ হয়ে গেছে। ১৪ দলীয় জোট ছাড়া বাংলাদেশের সকল রাজনৈতিক দল বিএনপির সাথে একাত্মতা ঘোষণা করেছে বলেও মন্তব্য করেন তিনি।

পরে নগরীর মিশনপাড়া মোড় থেকে হাজার হাজার মহানগর বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিশাল মিছিল করে নগরীতে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়। এসময়ে ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষ, পথচারী, বিভিন্ন যানবাহন ও মার্কেটের দোকানদারের মাঝে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু’র সঞ্চালনায় এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ রানা, এড. এইচএম আনোয়ার প্রধান, বরকত উল্লাহ, শাহিন আহমেদ, সাখাওয়াত ইসলাম রানা, মাকিদ মোস্তাকিম শিপলু, বন্দর থানা বিএনপি’র সভাপতি শাহেন শাহ্ আহমেদ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব সাহেদ আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা, সদস্য সচিব মমিনুর রহমান বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন জনি, মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম, সদস্য সচিব ফারুক হোসেন, বিএনপি নেতা আবুল হোসেন রিপনসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুণ