সকালে ঘুম থেকে ওঠে কাশি দিলে বিকেলের মধ্যে বিএনপি-জামায়াত নারায়ণগঞ্জ ছেড়ে চলে যাবে। তাদের বিদায় করে সন্ধ্যায় ঢাকায় গিয়ে অনুষ্ঠান করবেন শামীম ওসমান। বিএনপি-জামায়াতের উদ্দেশ্যে এমন হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও প্রভাবশালী নেতা একেএম শামীম ওসমান।
আজ সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড় এলাকায় স্বাধীনতা বিরোধী দেশি-বিদেশী অপশক্তির বিরুদ্ধে ‘দেশ বাঁচাও’ স্লোগানে জনসভা সফল করার লক্ষ্যে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক প্রস্তুতি সভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
শামীম ওসমান বলেন, ‘শেখ হাসিনা এখন আওয়ামী লীগের না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন আওয়ামী লীগের না, ঠিক তেমনি জাতির পিতার কন্যা শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের নেত্রী না।তিনি এখন বিশ্বনেত্রী। তিনি আপনার আমার আগামীর প্রজন্মের সম্পদ। তার নেতৃত্বে আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ উজ্জল হবে।’
তিনি বলেন, ‘একটি পক্ষ পদলেহনকারীদের ক্ষমতায় বসিয়ে এই দেশে তাদের ঘাঁটি গড়তে চায়। যেমন করে এর আগে ২১ বছর ক্ষমতায় থেকে হাওয়া ভবন তৈরি করে এই দেশের মানুষের সম্পদ লুন্ঠন করেছিল।সেইভাবে এদেশের সম্পদ লুন্ঠন করাই তাদের উদ্দেশ্য। আমরা ক্ষমতায় থাকতে শেখ হাসিনার কাছে গ্যাস চেয়েছিল আমেরিকা। নেত্রী পরিষ্কারভাবে বলে দিয়েছিলেন, আমার দেশের জন্য পঞ্চাশ বছরের গ্যাস মজুত না রেখে, ও কী পরিমাণ গ্যাস আমাদের রিজার্ভ রয়েছে, তা না জেনে আমি কাউকে গ্যাস দেব না। কিন্তু বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসার জন্য আমেরিকার রাষ্ট্রদূতকে গ্যাস দেবেন বলে কথা দিয়েছিলেন।তারপর তৃতীয় পক্ষের শক্তিকে কাজে লাগিয়ে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেন তিনি।’
সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের সার্বিক তত্ত্বাবধানে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।