কেন্দ্রীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ পলাশের হস্তক্ষেপে ফতুল্লার প্যারাডাইস ক্যাবলসের উদ্ভুত পরিস্থিতির সমাধান হয়েছে৷ আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) প্রতিষ্ঠানটির মালিকপক্ষ শ্রমিকদের বকেয়া বেতনের মধ্য থেকে নগদ চার লক্ষ টাকা তাদের নিকট বুঝিয়ে দেন৷ এর আগে কিছুদিন পূর্বে প্রথম দফায় নগদ দশ লক্ষ টাকা পরিশোধ করে মালিকপক্ষ৷ শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধে শ্রমিকদের পক্ষ নিয়ে দফায় দফায় প্রয়োজনীয় পদক্ষেপ নেন শ্রমিক নেতা পলাশ৷ এরই ফলশ্রুতিতে শ্রমিকদের পাওনাদি বুঝিয়ে দিতে বাধ্য হয় মালিকপক্ষ।
জানা যায়, আজ প্রতিষ্ঠানটির ভেতরে একে একে শ্রমিকদের ডেকে তাদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়৷ দীর্ঘদিনের বকেয়া বেতন হাতে পাওয়ায় শ্রমিকদের মধ্যে ছিল উৎসবের আমেজ। এসময় নারী শ্রমিক আলেয়া বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমরা বেতন আদায় করতে না পেরে অনেক কষ্টে জীবনযাপন করছিলাম৷ সবাই শুধু আশ্বাস দিচ্ছিলো বেতন আদায় করে দেওয়ার, কিন্তু ফলাফল ছিল শূন্য৷ এরই মধ্যে রমযান মাস চলে এলো৷ অর্ধাহারে- অনাহারে থেকে রোযা রেখেছি আর আল্লাহর কাছে দোয়া করছিলাম যেন ঈদের আগে বেতনটা হাতে পাই, তা না হলে বাচ্চাদের নিয়ে ঈদেও না খেয়ে থাকতে হবে৷ আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। পলাশ ভাইয়ের অনেক সুনাম শুনেছি জীবনে, আজ নিজের চোখে দেখলাম যে উনি সত্যিই গরিব মানুষদের আপনজন। উনি না থাকলে এই বেতন মনে হয় কোনোদিনই পেতাম না৷’
আরেক শ্রমিক সিদ্দিক বলেন, ‘গত কয়েক মাসে অভাব-অনটনে দিশেহারা হয়ে গেছি৷ বাসা ভাড়া, দোকান বাকি, ছেলেমেয়েদের স্কুলের বেতন, বাজার খরচ এতকিছু কীভাবে চালাবো বুঝতে পারছিলাম না। আজকে শ্রমিক লীগ নেতা পলাশ ভাইয়ের একান্ত প্রচেষ্টায় ন্যায্য পাওনা বুঝে পেলাম৷’
জানা যায়, শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ পলাশ পবিত্র ওমরা হজ্ব পালনের উদ্দেশ্যে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। তাঁর সার্বিক দিকনির্দেশনায় শ্রমিকদের ন্যায্যতা নিশ্চিতে তত্বাবধায়ন করেন মোঃ রফিকুল ইসলাম
সহ সভাপতি, জাতীয় শ্রমিক লীগ, ফতুল্লা আঞ্চলিক শাখার সহসভাপতি মো. রফিকুল ইসলাম৷ তিনি
ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কাস, নারায়ণগঞ্জ জেলা শাখার কার্যকরী সভাপতি পদেও দায়িত্ব পালন করছেন।
মালিকপক্ষ জানায়, শ্রমিক নেতা আলহাজ্ব কাউসার আহমেদ পলাশের সাথে ফলপ্রসূ আলোচনার পরেই নিয়মতান্ত্রিক উপায়ে শ্রমিকদের পাওনা পরিশোধ করা হচ্ছে৷ অবশিষ্ট বকেয়াও রোববার (০২ এপ্রিল) তাদের হাতে তুলে দেওয়া হবে৷