ইসলামে শ্রমিকের ঘাম শুকানোর আগে মজুরি বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও ফতুল্লার একজন টুপি, দাড়িওয়ালা, তজবি গোনা বড় মাপের শ্রমিক নেতা আছে যিনি শ্রমিকদের ন্যায্য পাওনা কখনো বুঝিয়ে দেয়না।
আজ মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে ফতুল্লায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ ওনার্স এসোসিয়েশন ফতুল্লা ডিপো (যমুনা-মেঘনা) শাখা কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য প্রদানকালে মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম বলেন,
নিরীহ শ্রমিকদেরকে কারখানার মালিকদের বিরুদ্ধে আন্দোলনের মিছিলে নামিয়ে দিয়ে রাতের অন্ধকারে গিয়ে আবার মালিকদের সাথে গোপনে বৈঠক করে নিজ স্বার্থ আদায় করে। নিরীহ শ্রমিকরা লাশ হলে সেই লাশ নিয়ে আবার মিছিল করে।
শ্রমিকদের লাশকে পুঁজি করে নিজের ভাগ্যের পরিবর্তন ঘটালেও আজ পর্যন্ত সেই নেতার বদৌলতে কোন একজন শ্রমিকের ভাগ্যের পরিবর্তন ঘটেনি। শ্রমিদের ভাগ্য উন্নয়নের বড় বড় কথা বললেও কাজের কাজ কিছুই করেন না।
বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স এসোসিয়েশন ফতুল্লা ডিপো (যমুনা ও মেঘনা) শাখার সভাপতি মীর সোহেল আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যাংকলরি ওনার এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল।

সংগঠনের সাধারন সম্পাদক সৈয়দ হুমায়ন জাকির মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেম নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, বিশেষ অতিথি বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার ডিস্ট্রিবিউটস, এজেন্ট এন্ড পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন কেন্দীয় কমিটির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ফেডারেশন (রেজি: ২১০০) সভাপতি হাজী মো. সাজাহান ভূঁইয়া, সভাপতি (রেজিঃ ১৭৫৩) মো. আব্দুল মতিন মুন্সি, সাধারন সম্পাদক মো. রেজাউল করিম, কার্যকরী সভাপতি যমুনা অয়েল কোম্পানি লেবার ইউনিট (সিবিএ) মো. জয়নাল আবেদীন টুটুল, সহ-সভাপতি আনোয়ার হোসেন মেহেদী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুবায়েত আহম্মেদ, বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স এসোসিয়েশন মহাসচিব শেখ ফরহাদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব মোহাম্মদ মাসুদ পারভেজ প্রমূখ।
