নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন ‘জাতির পিতা দুজন মানুষকে রেখে গেছেন। একজন তার কন্যা শেখ হাসিনা যিনি তার যে কষ্ট দুঃখ চেপে রেখে দীর্ঘ এতবছর কাজ করে গেছেন। বাবার স্বপ্ন পূরণ করেছেন, হত্যার বিচার করেছেন যুদ্ধাপরাধের বিচার করেছেন। কিন্তু তার আরেক কন্যা শেখ রেহানা কান্নাও করতে পারেননি চিৎকার করে। তিনি অনেক অল্প বয়সে বাবা মা হারিয়েছেন। আর তাই আমি প্রস্তাব দিয়েছি উনার নামে যেন নারায়ণগঞ্জে মেডিক্যাল কলেজটি হয়। আমাকে বলা হয়েছে আপাকে রাজী করানোর জন্য তবে আমি এখনো রাজি করাতে পারছি না আর এজন্য এটি হচ্ছেনা। আমি জানিনা উনি রাজী হবেন কিনা। বঙ্গবন্ধুর মেয়েতো ধানমন্ডিতে যে প্রোপার্টি ছিল ২শ কোটি টাকা দাম যেটা বঙ্গবন্ধু পরিবারকে দেয়া হয়েছিল, উনার নামে দেয়া হয়েছিল তবে উনি সেটা ফেরত দিয়েছেন। কারণ তাদের কোন অর্থের লোভ নেই।’

শামীম ওসমান বলেন, আইন মন্ত্রীকে প্রস্তাব দিয়েছিলাম আমি নারায়ণগঞ্জ ক্লাবের পাশে বড় বিল্ডিং যেটা আছে সেটাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে দিয়ে দেন হাই ক্লাসের হার্টের ইন্সটিটিউট করার জন্য। বড় ধরনের স্ট্রোক হলেও আধা ঘণ্টার মধ্যে যদি হাসপাতালে নিয়ে যেতে পারে এবং ইলেকট্রিক শক যদি দেয়া যায় তাহলে কিন্তু সে রিকভার করতে পারেন। চিকিৎসা না পেয়ে মৃত্যুর কষ্টটা তাহলে আর আমাদের পরিবারের থাকবেনা।
