শীতালক্ষ্যা থেকে অজ্ঞাত এক ব্যাক্তির লাশ উদ্ধার

শেয়ার করুণ

শীতলক্ষ্যায় অজ্ঞাত এক ব্যাক্তি (৪২)‘র লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৮ ডিসেম্বর) বিকেলে সোনারগাঁ উপজেলার সম্বুভূরা ইউনিয়নের সোনাচর থেকে ওই লাশ উদ্ধার করা হয়। পরে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হসপিটালের মর্গে প্রেরণ করা হয়।

তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন কলাগাছিয়া নৌ-ফাঁড়ী ইন্সপেক্টর (ইনচার্জ) হাবিবুল্লাহ। তিনি জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা প্রস্তুতি চলছে। অজ্ঞাত যুবকের মৃতদেহে পরনে ছিল কালো রং এর ফুল হাতা গেঞ্জি ও জিন্সের ফুল প্যেন্ট।

পুলিশ জানায়, সোনারচর অঞ্চালের কৃষকরা বুধবার সকালে চর এলাকায় কাজ করতে গিয়ে শীতলক্ষা নদীর মহনায় লাশ দেখতে পায়। পরে স্থানীয়রা বিষয়টি সোনারগাঁ থানা পুলিশ ও কলাগাছিয়া নৌ ফাঁড়ীকে সংবাদ জানায়। এলাকাবাসীর সংবাদের প্রেক্ষিতে সোনারগাঁ থানা পুলিশ ও কলাগাছিয়া নৌ-পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে। পরে মৃতদেহটি কলাগাছিয়া নৌ ফাঁড়ী পুলিশ উদ্ধার করে লাশের সুরুতহাল রির্পোট তৈরি করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে কলাগাছিয়া নৌ-ফাঁড়ী ইন্সপেক্টর (ইনচার্জ) হাবিবুল্লাহ লাইভ নারায়ণগঞ্জকে বলেন, আমরা এলাকাবাসীর মাধ্যমে লাশের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে জানাই পরিচয় শনাক্ত করার জন্য। লাশের হাতের আঙ্গুলের চামড়া খসে যাওয়ায় আমরা তাৎক্ষণিক কোন পরিচয় জান পারি নাই। চেষ্টা চলছে পরিচয় শনাক্তের জন্য। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে

নিউজটি শেয়ার করুণ