শীতলক্ষ্যায় ভেসে আসা বুয়েট ছাত্র ফারদিন আত্মহত্যা করেছিলেনঃ ডিবি

শেয়ার করুণ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারদিন নূর পরশ আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি জানান ডিবি প্রধান মোহাম্মদ হারুন-অর-রশীদ।

৪ নভেম্বর রাতে রাজধানীর রামপুরা এলাকায় বান্ধবী বুশরাকে বাসায় যাওয়ার জন্য এগিয়ে দেন ফারদিন। এরপর থেকেই নিখোঁজ হন তিনি।

৭ নভেম্বর সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় বুধবার (৯ নভেম্বর) দিনগত রাতে ডিএমপির রামপুরা থানায় ফারদিনের বাবা নূর উদ্দিন রানা বাদী হয়ে ছেলে হত্যার অভিযোগ এনে বান্ধবী বুশরাসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনের নামে একটি মামলা (নং-৯) দায়ের করেন।

মামলাটি তদন্ত করছে ডিবি পুলিশ। ফারদিনকে হত্যা করা হয়েছে এমন নানা তথ্যের মধ্যেই তদন্তে তার আত্মহত্যার তথ্য জানালো ডিবি।

নিউজটি শেয়ার করুণ