বিকেএমইএ প্রতিষ্ঠাতা পরিচালক, নেভী হোসিয়ারী এর প্রতিষ্ঠাতা, বিকেএমইএ’র প্রতিষ্ঠাতা পরিচালক এবং বিজিএমইএ’র সদস্য, শিল্পপতি মো. সালেমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে; বিকেএমইএ এর সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান।
সোমবার (২৩ জানুয়ারি) সকালে গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করা হয়। মরহুম শিল্পপতি মো. সালেম বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম এর বড় ভাই।
মরহুমের প্রথম জানাজার নামাজ দুপুর ২টায় নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে অনুষ্ঠিত হয়।
এর আগে, সকাল সাড়ে ৮টায় রাজধানীর বাড্ডার এএমজেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।