নারায়ণগঞ্জ শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজনু বলেছেন, যে বঙ্গবন্ধু বাংলার স্বাধীনতার জন্য জীবনের ১৩টি বছর জেল খেটেছিল সেই বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলছে। আমি যুবলীগের নেতাকর্মীদের বলবো প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন নির্দেশনা দিবেন যখন শামীম ওসমান নির্দেশনা দিবেন অতীতে যেভাবে গোলাম আজমকে নিষিদ্ধ করা হয়েছিল ঠিক তেমনিভাবে মামুনুল হক বাবুনগরীদেরকে নিষিদ্ধ করা হবে।
৩০ নভেম্বর সোমবার বিকেলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে কটূক্তির প্রতিবাদে নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেইট এলাকায় সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের উদ্যোগে শহরের চাষাঢ়া এলাকা থেকে শুরু করে ডিআইটি হয়ে ২নং রেলগেইট পর্যন্ত বিক্ষোভ মিছিল শেষে এই সমাবেশ করা হয়।
সূত্রঃ নিউজ নারায়ণগঞ্জ