আগামী ৯ জানুয়ারি এমপি শামীম ওসমানের ডাকা সমাবেশে প্রধান অতিথি করে আমন্ত্রণ জানানো হয়েছে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মেয়র সেলিনা হায়াৎ আইভীকে।
সোমবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় বন্দরে আওয়ামী লীগের কর্মী সভা থেকে এ তথ্য জানানো হয়।
শামীম ওসমান বলেন, সবাইকে দাওয়াত দিলাম। জেলা আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দকে দাওয়াত দিলাম। আপনাদের মাধ্যমে মেয়র মহোদয়কেও দাওয়াত দিলাম। উনি তো জেলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট। আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করছি, আমি বক্তা হিসেবে থাকবো, আপনি প্রধান অতিথি হিসেবে থাইকেন। যদি বঙ্গবন্ধুকে ভালোবাসেন তাহলে প্রধান অতিথি হিসেবে আসেন। সব আয়োজন আমিই করবো, আপনি আসেন, একসাথে কাজ করেন। সম্পত্তি খাওয়া বন্ধ করেন।
তিনি বলেন, আরেকবার মাঠে নামার দরকার আছে। ৯ জানুয়ারি এই নারায়ণগঞ্জে আমরা ঘন্টা বাজাবো। নারায়ণগঞ্জে ঘন্টা বাজালে সারা বাংলাদেশে বাজবে। এমন ঘন্টা বাজাবো যেন ষড়যন্ত্রকারীদের বুকের পাজর বন্ধ হয়ে যায়। যারা দেশ বেইচা খাইতে চাও তাদের উদ্দেশ্যে বলবো সেদিন।
সূত্রঃ লাইভ নারায়ণগঞ্জ