বৃহত্তর মাসদাইর এলাকার যুবলীগ নেতা মিজানুর রহমান গুরুতর অসুস্থ।সকলের নিকট দোয়া কামনা করেছেন তার পরিবারের সদস্যরা।
তার সহকর্মীরা জানান গত শনিবার (২৭ শে আগষ্ট) বিকালে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমানের জনসভায় যোগ দেয়ার জন্য মাসদাইর চৌধুরী কমপ্লেক্স চত্তর থেকে বিশাল মিছিল নিয়ে যায় মিজান। মিছিলে যোগ দেয়ার পরই মানুষের চাপ ও তীব্র গরমে অস্থিরতায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

তখন তার সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে নারায়নগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় নিয়ে যাওয়া হয় তাকে। মিজানের পরিবার ও সহকর্মীরা তার সুস্থতায় সকলের নিকট দোয়া কামনা করেছেন।
