শামীম ওসমানকে আবারও এমপি হিসেবে দেখতে চায় জনগণ : আসাদ চেয়ারম্যান

শেয়ার করুণ

এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আসাদুজ্জামান বলেছেন, শামীম ওসমানকে নারায়ণগঞ্জ-৪ আসনে আবারো এমপি হিসেবে দেখতে চায় ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জবাসী।

উন্নয়নের ধারা বজায় রাখার জন্য এমপি শামীম ওসমানের বিকল্প নেই। শামীম ওসমান দক্ষতায় এই ফতুল্লার চেহারা পাল্টে গেছে । এনায়েতনগর প্রতিটি এলাকার সড়ক উন্নত করা হয়েছে ও চলমান রয়েছে।

রোববার (২৮ মে) বেলা ১১টায় এনায়েতনগর মুসলিমনগর রোলিং মিলস থেকে মুসলিমনগর উত্তরপাড়া পর্যন্ত ড্রেনন সহ আর.সি.সি ঢালায় সড়ক কাজ উদ্বোধন কালে তিনি একথা বলেন।

এ সমময় উপস্থিত ছিলেন, এনায়েতনগর ৩নং ওয়ার্ড মেম্বার আব্দুর জলিল, মহিলা মেম্বার লিপি মেম্বার, বিল্লাল হোসেন, আমির হামজা, দেলোয়ার কন্ট্রাক্টর, হাসেম মাদবর, হাজী আ: খালেক, হাজী আ: হামিদ, আব্দুর মতিন, গোলাম রাব্বানী পাঠান, ডাঃ আমির হোসেন ও আবু তাহের প্রমুখ।

এর আগে দোয়া ও মিলাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি শামীম ওসমানের সুস্থতা কামনায় দোয়া করা হয়।

নিউজটি শেয়ার করুণ