নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কেন্দ্রীয় শশ্মানের সৎকার কর্মীদের আবাসন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। সোমবার ১৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় প্রায় ৭৮ লাখ ব্যয়ে এই ভবন নির্মাণ করা হবে।

ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মিনোয়ারা বেগম, ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও ১৫নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস। নারায়ণগঞ্জ সিটি কেন্দ্রীয় শশ্নান কমিটির ভাইস প্রেসিডেন্ট শংকর কুমার সাহা, সেক্রেটারি সুজন সাহা, রিপন, রাজা, শুভ্রত, ইব্রাহিম মোল্লা ও জিয়াউদ্দিন মৃধা প্রমুখ।
