পবিত্র শবে পবিত্রতা রক্ষায় ১৩ নং ওয়ার্ডের শিশু কিশোর ও তরুনদের সহায়তা কামনা করেছেন ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।
আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খোরশেদ বলেন, আজ ১৮ মার্চ দিবাগত রাতে পবিত্র শবেবরাত। এ উপলক্ষে বরাবরের মত এবারো নাসিকে উদ্যেগে ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলারের তত্বাবধানে নারায়নগন্জ সিটি কেন্দ্রীয় (মাসদাইর) কবরাস্থান ও জামে মসজিদে আলোক সজ্জা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, আলোকসজ্জা করা হয় মূলত কবর জিয়ারতকারীদের সুবিধার জন্য। কারন এই পবিত্র রাতে লক্ষাধিক মানুষ এখানে আসেন তাদের স্বজনদের কবর জিয়ারতের জন্য।
খোরশেদ বলেন, এই পবিত্র রাতে শিশু কিশোর ও তরুণ সমাজকে অহেতুক বোমাবাজির মত অন্যায় ও ধর্ম বিরোধী কার্যকলাপ থেকে বিরত রাখতে এলাকাবাসী ও অভিভাবকদের সহযোগিতা ও সচেতনতা কামনা করছি।