রোটারি ক্লাব এর পক্ষ থেকে করোনা হিরো খ্যাত রোজিনা আক্তারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রোটারি ক্লাবের পক্ষ থেকে রোজিনা আক্রারকে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। করোনাকালীন সময়ে বিশেষ অবদান রাখার জন্য এর আগেও বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছিলেন সাবেক এই নারী জনপ্রতিনিধি।

উল্লেখ্য বিশ্ব মহামারী কভিড-১৯ এর প্রাদুর্ভাবে যখন ভয়াবহভাবে আঘাত করে, মানুষ যখন দিশেহারা, সন্তান মায়ের মৃত দেহ স্পর্শ করে না,ঘরে পচে লাশ,ভাইরাস এর ভয়ে প্রতিবেশীরাও সামনে আসেনা,ঠিক সেই মুহূর্তে মানবতার অগ্রদূত হিসেবে মানবতার হাত বারিয়ে দেন রোজিনা আক্তার।
মাসদাইর যুব কল্যাণ সংঘের সহযোগিতায় গঠন করেন বিশেষ টিম। ছুটে চলেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কোভিড-১৯ আক্রান্ত মৃত মা,বোনদের শেষ গোসল ও দাফন এর কাজ সম্পুর্ন করতে।গত দুই বছরে শতাধিকের উপরে মৃত ব্যক্তির লাশ দাফন ও সৎকার করেন এই সাহসী যোদ্ধা রোজিনা আক্তার।
