জেলার রূপগঞ্জে সিপিবির সমাবেশে হামলার অভিযোগ করেছেন দলটির নেতাকর্মীরা। তাদের অভিযোগ দেশব্যাপী দাবিসপ্তাহ কর্মসূচির অংশ হিসাবে আয়োজিত বিক্ষোভ সমাবেশে হামলা চালায় সন্ত্রাসীরা।
আজ ১৫ মার্চ (মঙ্গলবার) রূপগঞ্জ শাখার উদ্যোগে আয়োজিত বিকেল ৫ টায় রুপসী-মৈকুলি বাজারে বিক্ষোভ সমাবেশে ওই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন নেতৃবৃন্দ।

রূপগঞ্জ শাখা সিপিবির সম্পাদক মনিরুজ্জামান চন্দনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, জেলা কমিটির সদস্য শ্রমিক নেতা ইকবাল হোসেন, এম এ শাহীন, রুপগঞ্জ শাখার সদস্য আনিসুর রহমান প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সন্ত্রাসী হামলা চালিয়ে গণমানুষের আন্দোলন দমিয়ে রাখতে চায় ক্ষমতাসীনরা। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে শ্রমজীবি সাধারণ মানুষ আজ দিশেহারা। চরম সংকটে দিনাতিপাত করছে। অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটাররা বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে মানুষের পকেট লোপাট করে নিচ্ছে।
