রিকশা দিয়ে ঢাকা থেকে নারায়াণগঞ্জ আসছে- যাচ্ছে মানুষ। অবিশ্বাস হলেও এমটাই আজ নগরীর সাইনবোর্ড এলাকায় সরজমিনে গিয়ে জানা গেছে। এতে সেসব রিকশা চালকদের পোহাতে হয় কঠোর ভোগান্তি,সাইনবোর্ডে বহু সংখ্যক রিকশা উল্টে দেয় পুলিশ।

আজ শনিবার (৩ জুলাই) নগরীর সাইনবোর্ড এলাকায় এই ঘটনা ঘটে।

কারন হিসেবে পুলিশ জানায় রিকশাগুলো লকডাউনের বিধিনিষেধ অমান্য করেছিল তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কিছুখন পরে রিকশাগুলো ছেড়ে দেওয়া হয়।
এই ব্যাপারে রিকশা চালকদের সাথে কথা বললে তারা জানায়, ঢাকার যাত্রাবাড়ী, গুলিস্তান, খিলাগাও,রামপুরা ও বাংলামটর থেকে নারায়াণগঞ্জে তারা যাত্রী বহন করে এনেছিল, নারায়াণগঞ্জে প্রবেশ পথে তাদের পুলিশ আটকে দেয় এবং শাস্তি দেওয়া হয় তাদের রিকশা উল্টে।



