সময়ের নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, রাগ করার কোনো সুযোগ নাই। হয়তো দল সকলের প্রতি সম আচরণ করতে পারে নাই। কিন্তু দলের প্রতি আমাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা উজার করে দিতে চাই।
আমরা মাঠে থাকতে চাই। কেন্দ্রীয় ঘোষিত প্রক্যেকটা কর্মসূচি আমরা নারায়ণগঞ্জে
করতে চাই ।
সোমবার (৩ অক্টোবর) বিকেলে শহরের জামান টাওয়ারের ৪র্থ তলায় আয়োজিত এক প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিদ্রোহী
নেতাদের উদ্যোগে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এই সভায় আগামী ৬ অক্টোবর কেন্দ্রীয় কর্মসূচির পালন করার ব্যাপারে আলোচনা করা হয়। মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, আমাদের রাগ অভিমানের কারণে দল যেন ক্ষতিগ্রস্ত না হয়। তাদের সাথে না করি। কিন্তু আমরা নিজেরা আলাদা কর্মসূচি পালনকরতে চাই ।
খালেদা জিয়া এবং তারেক রহমানকে রাষ্ট্রীয় ক্ষমতায় না বসানোর আগ পর্যন্ত আমাদের শান্ত হওয়ার সুযোগ নাই। রাজপথে থাকতে হবে। আগামী দিনে
রাজপথে থাকবো। তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি মহানগর বিএনপির কমিটির মাধ্যমে নিতে হবে। নমিনেশন যাকেই দেয়া হোক এই
কমিটির উপর বিশ্বাস করেই নির্বাচন করতে হবে। নারায়ণগঞ্জের প্রেক্ষাপটে এই কমিটিতে বিজয় ছিনিয়ে আনার মতো কেউ যোগ্য আছে কিনা। অথবা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করার মতো যোগ্যতা আছে কিনা।
কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আমার আবেদন
থাকবে ৪১ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে যেহেতু ১৫ জন পদত্যাগ করেছে সেহেতু দলকে বাঁচাতে হলে এবং নির্বাচন ঘনিয়ে আসছে এই সময়ে শেখ হাসিনার জুলুমের
থেকে বাঁচার জন্য পুনরায় একটি ঘোষণার জন্য আবেদন জানাই।