মুসলমানদের পবিত্র মাস রমজানকে স্বাগত জানিয়ে মিছিল করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ।

শুক্রবার (১ এপ্রিল) জুমার নামাজের পর জমিয়তুল ফালাহ জামে মসজিদের সামনে থেকে এ মিছিল শুরু হয়। ওয়াসার মোড় ঘুরে মিছিলটি কাজির দেউড়ি মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এটি শেষ হয়।
এসময় রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য সবার প্রতি আহ্বান জানান ছাত্রলীগ নেতারা।
সমাবেশে ছাত্রলীগ নেতারা বলেন, “কিছু অসাধু ব্যবসায়ী রমজানকে সুযোগ হিসেবে নেয়। অধিক মুনাফার জন্য বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে দেয় তারা। আমরা ব্যবসায়ী ভাইদের অনুরোধ করবো, যেন এই ধরনের কাজ যেন তারা না করেন। পণ্য মজুত করে কৃত্রিম সংকট যাতে সৃষ্টি না করা হয়।”
মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহাম্মেদ ইমু বলেন, “রমজানে নিত্যপণ্যের দাম যাতে না বাড়ে সে ব্যাপারে ব্যবসায়ীদের অবশ্যই খেয়াল রাখতে হবে। সিন্ডিকেট, মজুতদার ও পণ্যের সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।”
এসময় আরও উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, সহ-সভাপতি ইয়াসিন আরাফাত কচি, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মানিক, সম্পাদক মণ্ডলীর সদস্য মিনহাজুল আবেদীন সানি প্রমুখ।
