গত কয়েকদিন ধরেই শীতের তীব্রতা জেঁকে বসেছে দেশজুড়ে। বিভিন্ন জেলায় বইছে শৈত্যপ্রবাহ। জনজীবন থমকে গেছে কুয়াশা আর তীব্র ঠান্ডায়। এমন পরিস্থিতিতে কিছুটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অফিস।
শুক্রবার (৬ জানুয়ারি) সকালে আবহাওয়া অধিদফতরের দেয়া পূর্বাভাসে বলা হয়, শনিবার (৭ জানুয়ারি) থেকে রাজধানীতে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এতে শীতের তীব্রতা কিছুটা কম অনুভূত হবে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের কোথাও কোথাও এটি দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
একই সঙ্গে নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলসমূহের ওপর দিয়ে যে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, সেটি অব্যাহত থাকার পাশাপাশি সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে বলেও পূর্বাভাস দেয়া হয়েছে।
তবে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে যাওয়ায় দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল এবং মধ্যাঞ্চলে মাঝারি থেকে তীব্র শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে।