নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা বলেছেন, যেখানেই বিএনপির অপরাজনীতি সেখানেই আমরা প্রতিরোধ করব। নারায়ণগঞ্জে আপনারা কেউ আমাদের নির্দেশের অপেক্ষায় থাকবেন না। বিএনপি যেখানেই জ্বালা-পোড়াও করবে সেখানেই দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।
বিএনপি জামাত জোটের দেশবিরোধী চক্রান্ত ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী উদ্যোগে আয়োজিত শান্তি সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা গুলো বলেন। বুধবার (১৯ জুলাই) বিকেল চারটায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়।
খোকন সাহা বলেন, ২০০১ সালের পর থেকে আমরা অনেক নির্যাতন সহ্য করেছি। এই নির্যাতন সহ্য করে আন্দোলন সংগ্রাম করে আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছি। আওয়ামী লীগের অনেক অর্জন রয়েছে এই অর্জনকে আমরা ভূলুণ্ঠিত হতে দেব না।
তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থায় ফিরে যাওয়ার কোন সুযোগ নাই। ওরা (জামাত বিএনপির) তত্ত্বাবধায় সরকার ব্যবস্থা বাতিল করেছিল। এখন ওরা তত্ত্বাবধায়ক সরকারের জন্য আগুন সন্ত্রাস করছে। পবিত্র জাতীয় পতাকাকে আগুন দিয়ে পুড়িয়েছে। বিএনপি জামাতকে বন্ধ করতে হবে অপরাজনীতি।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. খোকন সাহার সঞ্চালনায় শান্তি সমাবেশে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি হায়দার আলী পুতুল, রবিউল হোসেন, এড. হান্নান আহমেদ দুলাল, যুগ্ম সম্পাদক আহসান হাবীব, জিএম আরমান, সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির মৃধা, দপ্তর সম্পাদক এড. বিদ্যুৎ কুমার সাহা, প্রচার সম্পাদক এড. হাবিব আল মুজাহিদ পলু, আইন বিষয়ক সম্পাদক এড. ওয়াজেদ আলী খোকন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আতিকুর রহমান সোহেলসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।